গ্রেটার তিপ্রাল্যান্ড ছাড়া জোটে আগ্রহ নেই প্রদ্যোতের

 গ্রেটার তিপ্রাল্যান্ড ছাড়া জোটে আগ্রহ নেই প্রদ্যোতের
এই খবর শেয়ার করুন (Share this news)

জোটে আস্থা নেই তিপ্রা , মথার । তারা মনে করে , নানা সময়ে নানা প্যাকেজ , পয়সা কিংবা পদের লোভে পড়ে তিপ্রাসাদের অবস্থা দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে । পরিস্থিতি থেকে বেরোতে হলে গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবিতে অনড় থাকতে হবে । আর তবেই না সাংবিধানিক অধিকারও মিলবে তিপ্রাসাদের । শুক্রবার জোট ইস্যুতে ঠিক এভাবেই স্পষ্ট বার্তা দিলেন তিপ্ৰা মথা , চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ । জানিয়ে দিলেন , অন্য কোনও শর্তে কথা পর্যন্ত বলতে চান না তিনি । এদিন মাণিক্য কোর্টে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়েই শাসক বিজেপি ছেড়ে তিপ্ৰা মথায় যোগ দেন বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা । একই সাথে যোগ দেন বিজেপির প্রাক্তন প্রদেশ সহসভাপতি তথা বগাফার বিএসি চেয়ারম্যান গৌরীশঙ্কর রিয়াং । তাদের দলে স্বাগত জানিয়ে মথা সুপ্রিমো বলেন , পদের জন্য রাজনীতিতে বিশ্বাসী নয় তিপ্ৰা মথা । তারা চায় প্রকৃত অর্থে জনজাতিদের সার্বিক উন্নয়ন , সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে । এতে যে কেউ একমত থাকলে নির্দ্বিধায় যোগদান করতে পারে এই দলে । কেউ যদি এমএলএ , এমপি কিংবা অন্য কোনও পদ পেতে চান তবে বেরিয়েও যেতে পারেন এই দল থেকে , বলেন প্রদ্যোত । আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে শাসক দল ছেড়ে সদ্য তিপ্রা মথায় যোগ দেওয়া বুর্বমোহন ত্রিপুরা বলেন , সাড়ে চার বছরে প্রতিশ্রুতি অনুযায়ী কিছুই হয়নি গ্রাম – পাহাড়ে । কাজ করতে চাইলেও সুযোগ মেলেনি কাজ করার । আর এ কারণেই তিনি দলের বিধায়ক পদ থেকেও সরে দাঁড়ান । নেতা এদিন বিজেপি ছেড়ে মথায় যোগ দেওয়া অন্যতম বরিষ্ঠ গৌরীশঙ্কর রিয়াং বলেন , এটি একটি স্বৈরতান্ত্রিক দল । প্রতিশ্রুতি পুরণের নামে সম্প্রতি ‘ শুভঙ্করের ফাঁকির ’ মতো সামাজিক ভাতা ২ হাজার করল । সাংবাদিক সম্মেলন শেষে মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রেই যে তারা পরিকাঠামো গড়ে তুলছেন তাও জানিয়ে রাখলেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.