গ্রেটার তিপ্রা ল্যান্ড চাই, তবেই হবে জোট: প্রদ্যত কিশোর

এই খবর শেয়ার করুন (Share this news)

পাখীর চোখ ২০২৩ বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে একবার শেষ লড়াই করতে চাইছেন প্রদ্যোত। থানসা ও জনজাতি ভাবাবেগকে উসকে দিয়ে গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবিতে নিজের ভাগ্য এবং রাজনৈতিক ক্যারিয়ার পরখ করে দেখতে চাইছেন। সেই লক্ষ্য নিয়ে রবিবার তিপ্রা মথার ডাকে গন্ডাছড়া কলেজ মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেব্বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন ইএম রাজেশ ত্রিপুরা, এমডিসি হংশ কুমার ত্রিপুরা, প্রাক্তন বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, সহ তিপ্রা মথার বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা।
সমাবেশ যোগ দিতে প্রদ্যোত কিশোর এদিন সকাল ১১টায় হেলিকপ্টারে গন্ডাছড়া অবতরণ করেন।

সেখান থেকে সোজা চলে যান রেভিনিউ ডাকবাংলাতে। পরবর্তী সময়ে যান গন্ডাছড়া মহকুমার উল্টাছড়া রিয়াং শরনার্থী শিবিরে। সেখানে উপস্থিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ওই সকল পরিবার গুলিকে কম্বল এবং পানীয় জলের ব্যবস্থার আশ্বাস দেন । দুপুর একটায় কলেজ মাঠে উপস্থিত হন।
ভাষণ রাখতে গিয়ে বলেন, সরকার প্রতিনিয়ত তিপ্রাসাকে বঞ্চিত করে আসছে। তিনি বলেন, আগরতলায় সাধারণ মানুষের জন্য সরকার পাকা বাড়ির ব্যবস্থা করলেও, রিয়াং শরনার্থী জনজাতি পরিবারদের জন্য পাকা বাড়ির ব্যবস্থা করেনি।

তিনি বলেন, তিপ্রাসাকে টাকা দিয়ে জোট করার প্রলোভন দেখানো হচ্ছে। সরকার লিখিত ভাবে তিপ্রা ল্যান্ডের ঘোষণা দিলেই জোট হওয়া সম্ভব হবে । তিনি আরও বলেন, তিপ্রাসাকে কেনার জন্য এখনো এত টাকা ছাপানো হয়নি। বলেন, বর্তমান সরকারের এমপি দিল্লিতে তিপ্রাসাদের নিয়ে কথা বলার সাহস পাননি। জিতেন চৌধুরীর কথা বলার সাহস থাকলেও পাটির নির্দেশে বলতে পারেননি বলে তিনি দাবি করেন।
জমায়েতে বিপুল সংখ্যক লোকের সমাগম দেখা গেছে ।

Dainik Digital

Recent Posts

সাসপেন্ড ১২ জন আপ বিধায়ক!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সরকার গড়ার পরেই ‘আপের শেষ দেখে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিল পদ্ম শিবির এবার…

7 hours ago

শিখ দাঙ্গায় প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের যাবজ্জীবন!!

অনলাইন প্রতিনিধি :-ইন্দিরা গান্ধী হত্যা পরবর্তী তে ১৯৮৪-এর শিখ ধর্মাবলম্বী বাবা যশবন্ত সিং ও ছেলে…

7 hours ago

প্রতিবেশী সম্পর্ক!!

'প্রতিবেশী' এই শব্দটির মানে অর্থ কি? খুব সহজ করে বললে,এর উত্তর হচ্ছে 'নিজের কাছাকাছি বা…

8 hours ago

নয়া করোনার খোঁজ, ছড়াবে বাদুড় থেকে।।

অনলাইন প্রতিনিধি :-আমেরিকা প্রথম থেকেই দাবি করে আসছে যে,চিন থেকেই ছড়াতে শুরু করেছিল করোনাভাইরাস।আমেরিকা এমনও…

8 hours ago

রাত তিনটায় সাংবাদিক সম্মেলন স্বরাষ্ট্র উপদেষ্টার।।

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশেআইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে।একথা স্বীকার করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে দেশের…

9 hours ago

নিয়োগ দুর্নীতিতে সীমা ছাড়িয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ঘুমে সরকার।।

অনলাইন প্রতিনিধি :-অবশেষে বেকার বিক্ষোভের চাপে ফের চাকরির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করতে বাধ্য হলো ত্রিপুরা…

9 hours ago