অনলাইন প্রতিনিধি :-তখনও বিমানটি আকাশে ওড়েনি। রানওয়েতে ছাড়ব-ছাড়ব
করছে।শারীরিক অসুস্থতার নিয়েই সেই বিমানে সওয়ার হয়েছিলেন এক তরুণী। বিমান দাঁড়ানো অবস্থায় বার বার তাকে শৌচালয়ে যেতে হচ্ছিল।এতে নাকি বাকি যাত্রীদের অসুবিধা হচ্ছিল। সেই কারণে বিমানটি ছাড়তে দেরি হচ্ছিল।এই অজুহাতে শেষ পর্যন্ত ওই তরুণীকে বিমান থেকে নামিয়ে দিলেন উড়ান সংস্থা ওয়েস্টজেটের কর্মীরা।সম্প্রতি মেক্সিকো বিমানবন্দরে এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে।তরুণীর নাম জোয়ানা চিউ।সেদিন বিমানে তার সঙ্গে যা যা ঘটেছে, কিছুক্ষণের মধ্যে তা সবিস্তারে নিজের এক্স হ্যান্ডলে (পূর্বতন টুইটার) পোস্ট করে জানান জোয়ানা। নিজের পোস্টে তিনি লেখেন, ‘আমাকে ওয়েস্টজেট বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। কারণ আমি অসুস্থ।পেট খারাপ হওয়ার কারণে বার বার শৌচালয় যাচ্ছিলাম।সে কারণে বিমান উড়তে দেরি হয়েছিল।’বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন জোয়ানা।দাবি করেছেন, বিমান থেকে তাকে নামিয়ে দেওয়া হলেও উড়ান সংস্থার তরফে তার জন্য কোনও হোটেলের ব্যবস্থা করা হয়নি।এমনকী পরবর্তী বিমানের টিকিটও বুক করেনি সংস্থা।আচমকা তাকে প্রায় জোর করে বিমান থেকে নামিয়ে দেওয়া হলেও তার কাছে টাকাপয়সা আছে কিনা, জানতেও চাওয়া হয়নি। তরুণীর দাবি, তার কাছে টাকাপয়সাও ছিল না। জোয়ানা পোস্টে লেখেন, ‘আমার টাকার ব্যাগ বন্ধুর কাছে থেকে গেছে।কিছুই করতে পারছি না। বিমানকর্মীরা আমার সঙ্গে অভদ্র ব্যবহার করেছেন। কোথাও সাহায্য পাচ্ছি না।’ জোয়ানার অভিযোগ, তাকে নাকি এক বিমানকর্মী হুমকিও দিয়েছিলেন।তিনি এই ঘটনার একটি ভিডিয়ো তৈরি করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন।জোয়ানার একটি পোস্টে লেখা রয়েছে, ‘আমাকে ভয় দেখানো হয়েছে যে ভিডিয়োটি মুছে না দিলে আমাকে সাহায্য করা হবে না।’বিমানবন্দর থেকে নিকটবর্তী হোটেলে পৌঁছতে ২০ মিনিট সময় লাগত কিন্তু বিমান সংস্থার তরফে কোনও গাড়ির ব্যবস্থা করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন জোয়ানা।পরে অবশ্য নিজের নিরাপত্তার কথাও জানিয়েছেন তিনি।জোয়ানার ওই ভিডিয়ো এবং পোস্টে ‘কাজ’ হয়েছে।কারণ এর কয়েক ঘণ্টা পরে জোয়ানা আর একটি টুইট করে লেখেন,’আমি নিরাপদে আছি।সুস্থ আছি।আমাকে পরবর্তী বিমান বুক করে দেওয়া হয়েছে।তবে আমি সকলকে অনুরোধ করব যে শরীর খারাপ নিয়ে কেউ বিমানে যাতায়াত করবেন না। নিজের সঙ্গে সব সময় ওষুধ, জরুরি কাগজপত্র, পাসপোর্ট এবং টাকাপয়সা রাখবেন।’ তবে প্রথম বিমানে থাকা তার লাগেজের কী হল, সে কথা উল্লেখ করেননি জোয়ানা।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…