অনলাইন প্রতিনিধি :-তখনও বিমানটি আকাশে ওড়েনি। রানওয়েতে ছাড়ব-ছাড়ব
করছে।শারীরিক অসুস্থতার নিয়েই সেই বিমানে সওয়ার হয়েছিলেন এক তরুণী। বিমান দাঁড়ানো অবস্থায় বার বার তাকে শৌচালয়ে যেতে হচ্ছিল।এতে নাকি বাকি যাত্রীদের অসুবিধা হচ্ছিল। সেই কারণে বিমানটি ছাড়তে দেরি হচ্ছিল।এই অজুহাতে শেষ পর্যন্ত ওই তরুণীকে বিমান থেকে নামিয়ে দিলেন উড়ান সংস্থা ওয়েস্টজেটের কর্মীরা।সম্প্রতি মেক্সিকো বিমানবন্দরে এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে।তরুণীর নাম জোয়ানা চিউ।সেদিন বিমানে তার সঙ্গে যা যা ঘটেছে, কিছুক্ষণের মধ্যে তা সবিস্তারে নিজের এক্স হ্যান্ডলে (পূর্বতন টুইটার) পোস্ট করে জানান জোয়ানা। নিজের পোস্টে তিনি লেখেন, ‘আমাকে ওয়েস্টজেট বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। কারণ আমি অসুস্থ।পেট খারাপ হওয়ার কারণে বার বার শৌচালয় যাচ্ছিলাম।সে কারণে বিমান উড়তে দেরি হয়েছিল।’বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন জোয়ানা।দাবি করেছেন, বিমান থেকে তাকে নামিয়ে দেওয়া হলেও উড়ান সংস্থার তরফে তার জন্য কোনও হোটেলের ব্যবস্থা করা হয়নি।এমনকী পরবর্তী বিমানের টিকিটও বুক করেনি সংস্থা।আচমকা তাকে প্রায় জোর করে বিমান থেকে নামিয়ে দেওয়া হলেও তার কাছে টাকাপয়সা আছে কিনা, জানতেও চাওয়া হয়নি। তরুণীর দাবি, তার কাছে টাকাপয়সাও ছিল না। জোয়ানা পোস্টে লেখেন, ‘আমার টাকার ব্যাগ বন্ধুর কাছে থেকে গেছে।কিছুই করতে পারছি না। বিমানকর্মীরা আমার সঙ্গে অভদ্র ব্যবহার করেছেন। কোথাও সাহায্য পাচ্ছি না।’ জোয়ানার অভিযোগ, তাকে নাকি এক বিমানকর্মী হুমকিও দিয়েছিলেন।তিনি এই ঘটনার একটি ভিডিয়ো তৈরি করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন।জোয়ানার একটি পোস্টে লেখা রয়েছে, ‘আমাকে ভয় দেখানো হয়েছে যে ভিডিয়োটি মুছে না দিলে আমাকে সাহায্য করা হবে না।’বিমানবন্দর থেকে নিকটবর্তী হোটেলে পৌঁছতে ২০ মিনিট সময় লাগত কিন্তু বিমান সংস্থার তরফে কোনও গাড়ির ব্যবস্থা করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন জোয়ানা।পরে অবশ্য নিজের নিরাপত্তার কথাও জানিয়েছেন তিনি।জোয়ানার ওই ভিডিয়ো এবং পোস্টে ‘কাজ’ হয়েছে।কারণ এর কয়েক ঘণ্টা পরে জোয়ানা আর একটি টুইট করে লেখেন,’আমি নিরাপদে আছি।সুস্থ আছি।আমাকে পরবর্তী বিমান বুক করে দেওয়া হয়েছে।তবে আমি সকলকে অনুরোধ করব যে শরীর খারাপ নিয়ে কেউ বিমানে যাতায়াত করবেন না। নিজের সঙ্গে সব সময় ওষুধ, জরুরি কাগজপত্র, পাসপোর্ট এবং টাকাপয়সা রাখবেন।’ তবে প্রথম বিমানে থাকা তার লাগেজের কী হল, সে কথা উল্লেখ করেননি জোয়ানা।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…