ঘন ঘন শৌচালয়ে কেন, বিমান থেকে নামানো হল যাত্রীকে!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-তখনও বিমানটি আকাশে ওড়েনি। রানওয়েতে ছাড়ব-ছাড়ব
করছে।শারীরিক অসুস্থতার নিয়েই সেই বিমানে সওয়ার হয়েছিলেন এক তরুণী। বিমান দাঁড়ানো অবস্থায় বার বার তাকে শৌচালয়ে যেতে হচ্ছিল।এতে নাকি বাকি যাত্রীদের অসুবিধা হচ্ছিল। সেই কারণে বিমানটি ছাড়তে দেরি হচ্ছিল।এই অজুহাতে শেষ পর্যন্ত ওই তরুণীকে বিমান থেকে নামিয়ে দিলেন উড়ান সংস্থা ওয়েস্টজেটের কর্মীরা।সম্প্রতি মেক্সিকো বিমানবন্দরে এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে।তরুণীর নাম জোয়ানা চিউ।সেদিন বিমানে তার সঙ্গে যা যা ঘটেছে, কিছুক্ষণের মধ্যে তা সবিস্তারে নিজের এক্স হ্যান্ডলে (পূর্বতন টুইটার) পোস্ট করে জানান জোয়ানা। নিজের পোস্টে তিনি লেখেন, ‘আমাকে ওয়েস্টজেট বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। কারণ আমি অসুস্থ।পেট খারাপ হওয়ার কারণে বার বার শৌচালয় যাচ্ছিলাম।সে কারণে বিমান উড়তে দেরি হয়েছিল।’বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন জোয়ানা।দাবি করেছেন, বিমান থেকে তাকে নামিয়ে দেওয়া হলেও উড়ান সংস্থার তরফে তার জন্য কোনও হোটেলের ব্যবস্থা করা হয়নি।এমনকী পরবর্তী বিমানের টিকিটও বুক করেনি সংস্থা।আচমকা তাকে প্রায় জোর করে বিমান থেকে নামিয়ে দেওয়া হলেও তার কাছে টাকাপয়সা আছে কিনা, জানতেও চাওয়া হয়নি। তরুণীর দাবি, তার কাছে টাকাপয়সাও ছিল না। জোয়ানা পোস্টে লেখেন, ‘আমার টাকার ব্যাগ বন্ধুর কাছে থেকে গেছে।কিছুই করতে পারছি না। বিমানকর্মীরা আমার সঙ্গে অভদ্র ব্যবহার করেছেন। কোথাও সাহায্য পাচ্ছি না।’ জোয়ানার অভিযোগ, তাকে নাকি এক বিমানকর্মী হুমকিও দিয়েছিলেন।তিনি এই ঘটনার একটি ভিডিয়ো তৈরি করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন।জোয়ানার একটি পোস্টে লেখা রয়েছে, ‘আমাকে ভয় দেখানো হয়েছে যে ভিডিয়োটি মুছে না দিলে আমাকে সাহায্য করা হবে না।’বিমানবন্দর থেকে নিকটবর্তী হোটেলে পৌঁছতে ২০ মিনিট সময় লাগত কিন্তু বিমান সংস্থার তরফে কোনও গাড়ির ব্যবস্থা করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন জোয়ানা।পরে অবশ্য নিজের নিরাপত্তার কথাও জানিয়েছেন তিনি।জোয়ানার ওই ভিডিয়ো এবং পোস্টে ‘কাজ’ হয়েছে।কারণ এর কয়েক ঘণ্টা পরে জোয়ানা আর একটি টুইট করে লেখেন,’আমি নিরাপদে আছি।সুস্থ আছি।আমাকে পরবর্তী বিমান বুক করে দেওয়া হয়েছে।তবে আমি সকলকে অনুরোধ করব যে শরীর খারাপ নিয়ে কেউ বিমানে যাতায়াত করবেন না। নিজের সঙ্গে সব সময় ওষুধ, জরুরি কাগজপত্র, পাসপোর্ট এবং টাকাপয়সা রাখবেন।’ তবে প্রথম বিমানে থাকা তার লাগেজের কী হল, সে কথা উল্লেখ করেননি জোয়ানা।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

21 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

21 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

22 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

22 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

23 hours ago