অনলাইন প্রতিনিধি :-মানুষের সৌখিনতার যম বলা হয় যে ইঁদুরকে,সেও যে কখনও
মানুষের ‘বন্ধু’ হয়ে উঠতে পারে,এমন ধারণা কস্মিনকালেও ছিল না আমেরিকায় ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী,বর্তমানে বণ্যপ্রাণী চিত্রগ্রাহক রডনি হলব্রুকের।রাতের অন্ধকারে পাড়া নিস্তব্ধ হলে ঘরের ইঁদুর কী ধরনের দৌরাত্ম্য শুরু করে, তা জানতে ঘরের কোণে – নাইট ভিশন বসিয়েছিলেন ক্যামেরা তিনি।সেখানে ‘গৃহলক্ষ্মী’ ইঁদুরের স্বরূপ দেখে তার চক্ষু চড়কগাছ।ওয়েলস শহরে ডাক বিভাগ থেকে অবসর নেওয়ার পরে জঙ্গলে ঘুরে ঘুরে ছবি তোলাই তার নেশা।সেই সঙ্গে পেশাও বটে। অগোছালো মানুষ তিনি।ঘরে একাই থাকেন।ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রতিদিনই জিনিসপত্র এলোমেলো করে রাখেন। অথচ পরদিন বাসায় এসে দেখেন, কে যেন তার ছড়িয়ে-ছিটিয়ে রাখা জিনিসগুলি একটা বাক্সের মধ্যে গুছিয়ে রেখেছ!প্রথম দিকে তেমন গা করেননি হলব্রুক।কয়েক দিন একই জিনিস দেখার পরে ধন্দে পড়ে যান তিনি।বিষয়টি নিয়ে বেশ কৌতূহলী হয়ে পড়েন। কেউ কি রাতে তার বাড়িতে আসে? না এলে কে তার বাসায় জিনিসপত্র গুছিয়ে দিয়ে যায়?বিষয়টি ধরতে তিনি ঘরের চার দিকে নাইট ভিশন ক্যামেরা বসান। ক্যামেরার সাদাকালো ভিডিয়োতে যা ধরা পড়ে, তা দেখে তিনি কার্যত আকাশ থেকে পড়েন। ঘরের নিভৃতে তাকে সাহায্যকারী ‘বন্ধু’ আর কেউ নয়, একটি ছোট্ট ইঁদুর।
গোপন ক্যামেরার ভিডিয়োতে রডনি দেখেন, তিনি যেখানে কাজ করেন, সেই টেবিলে থাকা জিনিসপত্র একটি ছোট বাক্সে গুছিয়ে রাখছে ইঁদুরটি। টানা দুই মাস ধরে এ কাজ সে করে চলেছে।স্থানীয় টিভিকে তিনি বলেন,আমি ঘরে যে সব জিনিস অগোছালো করে রাখি,পরদিন তা আবার ইঁদুরটিকে একটি বাক্সে তুলে রাখতে দেখি।টানা দু’মাস ধরে এভাবেই চলেছে!কোনও ইঁদুর এমন বন্ধু হতে পারে, আমার কল্পনাতেও ছিল না।’সেন্ট্রাল ওয়েলসের ছোট্ট শহর বিল্টথ ওয়েলসের বাসিন্দা রডনির কথায়, ‘প্রথমে খেয়াল করলাম, পাখির জন্য রাখা কিছু খাবার পুরোনো জুতার মধ্যে গোছানো।এটা দেখে কৌতূহল হল।বিষয়টি জানার জন্য নাইট ভিশন ক্যামেরা বসালাম।এরপর ক্যামেরায় ধরা পড়ল বাড়িতে থাকা ইঁদুরটি।’তিনি বলেন ভিডিয়োতে দেখা গেল, স্ক্রুড্রাইভার, ছেঁড়া কাপড়চোপড়, তারের টুকরো ইত্যাদি নানা জিনিস মুখে করে নিয়ে একটি বাক্সে রাখছে ইঁদুরটি।মজার বিষয় হল, যে বাক্সটিতে সে জিনিসপত্র গুছিয়ে রাখছিল, সেটির উচ্চতা ইঁদুরটির চেয়েও বেশি।ইঁদুরটি এমন কিছু জিনিস পরিষ্কার করেছে,যা সত্যিই অস্বাভাবিক মনে হয়েছে।’ অবশ্য ইঁদুরের এমন মানববন্ধু রূপ তিনি নাকি আগেও দেখেছেন।হলব্রুক বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ২০১৯ সালে তার এক বন্ধুর জন্যও তিনি রাতে নাইট ভিশন ক্যামেরা বসিয়েছিলেন। সেখানেও তিনি একটি ইঁদুরকে এভাবে তার বন্ধুর বাসার জিনিসপত্র গুছিয়ে রাখতে দেখেছিলেন।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…