ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
ঘরে ঘরে ভাইফোঁটা

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। “ভাইফোঁটা” হলো ভাই ও বোনের মধ্যে পবিত্র বন্ধনের একটি পরম্পরাগত উৎসব। অনেকে আবার একে ভ্রাতৃদ্বিতীয়া বলে। কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে কালীপূজার দুই দিন পরে এই উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবের আরও একটি নাম হল যমদ্বিতীয়া। কথিত রয়েছে, এই দিন মৃত্যুর দেবতা যম তার বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন। ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাইদের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দিয়ে ছড়া কেটে বলে-“ ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।

যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা॥
যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হল অমর।
আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর। যুগ যুগ ধরে এই পরম্পরা চলে আসছে। শাস্ত্র অনুযায়ী বুধবার ভ্রাতৃদ্বিতীয়া। সকাল থেকেই ঘরে ঘরে চলছে ভাইফোঁটার অনুষ্ঠান।