ঘরে ঘরে মনাসা পুজোর প্রস্তুতি
অনলাইন প্রতিনিধিঃ- তিথি অনুসারে আগামীকাল অর্থাৎ ১৮ আগস্ট ঘরে ঘরে পূজিত হবেন নাগ দেবী মা মনসা। প্রধানত বাংলা, বিহার, ঝাড়খণ্ড, নিম্ন আসাম, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অংশে এবং উত্তরাখণ্ডে প্রধানত নাগ দেবী মা মনসার পূজা হয়ে থাকে।পুরাণ মতে মা মনসা নাগ-রাজ বাসুকীর ভগিনী এবং ঋষি জরৎকারুর স্ত্রী। তিনি ভক্তদের কাছে
বিষহরি বা বিষহরা, নিত্যা, পদ্মাবতী নামেও পরিচিত। শ্রাবণ মাসের শেষ দিনে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে ঘরে মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হয়। শুক্রবার শ্রাবণ মাসের শেষ দিন। ঘরে ঘরে পূজিত হবেন মা মনসা। তার আগেরদিন রাজধানীর বটতলা ও মহারাজগঞ্জ বাজারে পুজোর সরঞ্জাম, উপকরণ বিক্রি হচ্ছে দেদার। বিক্রি হচ্ছে মাটির তৈরি মা মনসার মূর্তি এবং কাগজের তৈরি করন্ডিও।