ঘরোয়া ফুটবল লীগ নিয়ে চিন্তা বাড়ছে ক্লাবগুলির

এই খবর শেয়ার করুন (Share this news)

গত কয়েকদিন ধরে টানা যেভাবে বৃষ্টি চলছে এতে উমাকান্ত মাঠের সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডের নির্মাণ কাজ ব্যাহত হচ্ছে। যে দ্রুততার সাথে কাজ হবার কথা ছিল তা সম্ভব হয়ে উঠছে না প্রকৃতির কারণে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ হবে কিনা তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। আর তা নিয়ে চিন্তার ভাঁজ টিএফএর কপালে। টিএফএর পাশাপাশি উমাকান্ত মাঠের বর্তমান পরিস্থিতি নিয়ে রীতিমতো চিন্তিত টিএফএর রেজিস্টারকৃ্ত বিভিন্ন ক্লাব দলগুলো। বিশেষ করে এ ডিভিশন লীগের ক্লাব দলগুলো উমাকান্ত মাঠ নিয়ে যথেষ্ট চিন্তিত। এর মধ্যে সিনিয়র ডিভিশন লীগের বড় বাজেটের টিমগুলো এবছর বড় বাজেটের টিম করা নিয়ে বেশি উৎসাহী নয়। কারণ সামনে ঘরোয়া ক্লাব লীগ ফুটবলের খেলাধুলার আয়োজন ও তার নির্দিষ্ট দিনখন ঠিক করার বিষয়ে রাজ্য ফুটবল সংস্থা এখন পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না।
কারণ একটাই, উমাকান্ত মাঠ। বর্ষা মরশুমে উমাকান্ত মাঠের কাজে হাত দেওয়া হয়েছে। মাঠের কাজ শুরু হতেই প্রতিদিন বৃষ্টি লেগেই আছে। টানা বৃষ্টিতে মাঠের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। নির্মাণ সংস্থা এখন ক্রীড়া দপ্তর ও ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের চাপে পড়ে আগামী জুলাই মাসের মধ্যে কাজ শেষ করার বিষয়ে দাবি করে আসছে।

তবে বর্তমান পরিবেশ ও পরিস্থিতিতে দাঁড়িয়ে উমাকান্ত মাঠের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যে আদৌ কতটা সম্ভব হবে তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। তাছাড়া, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তড়িঘড়ি উমাকান্ত মাঠের সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডের কাজ নির্দিষ্ট সময় বা তার কিছুটা পরে শেষ করা নেওয়া হলেও কাজের গুণমান যে খুব একটা ভালো হবে না তা বলাই যায়। এর মধ্যে সামনে রাজ্যের বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসছে। আগামী ২০২৩ সালের প্রথমদিকে নির্বাচন হবার সম্ভাবনা রয়েছে। আর তা যদি হয় তবে ডিসেম্বর অথবা তার আগেই ঘরোয়া ক্লাব লীগ ফুটবলের খেলা শেষ করে নিতে হবে টিএফকে। এখন মে মাস শেষের পথে। টিএফএ চেষ্টা করছে যাতে আগামী আগষ্ট মাসে কোনোওভাবে সম্ভব না হলেও সেপ্টেম্বর মাসে খেলা শুরু করতে।
তবে উমাকান্ত মাঠের বর্তমান যে কন্ডিশন এতে আগস্ট সেপ্টেম্বরের আগে মাঠের কাজ শেষ হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। আর তা যদি হয় চলতি মরশুমের খেলাধুলা শেষ করা টিএফএর সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। উমাকান্ত মাঠ না পাওয়া গেলে বিশেষ করে সিনিয়র ডিভিশন ক্লাব লীগ ফুটবলের খেলাগুলো কঠিন হয়ে পরবে টিএফএর সামনে। এই অদ্ভুত পরিস্থিতিতে এবছর সিনিয়র ডিভিশন লীগের ক্লাব দলগুলো বড় বাজেটের টিম করা নিয়ে খুব একটা উৎসাহ দেখাচ্ছে না। ক্লাব দলগুলো আশঙ্কা করছে ভালো পরিমাণ টাকা খরচ করে টিম করার পর শেষ মুহূর্তে যদি বা উমাকান্ত মাঠ না পাওয়া যায় তাহলে সমস্যায় পড়তে হবে। তার মধ্যে আবার আগামী বছরের শুরুতেই বিধানসভা নির্বাচন। এমন এক পরিস্থিতিতে যদি শেষ মুহূর্তে সিনিয়র ডিভিশন লীগের খেলা বাতিল হয় বা খেলাগুলো কোনোওভাবে শেষ করতে অন্য মহকুমাতে নিয়ে যাওয়া হয় তাহলে সমস্যায় পড়তে হবে ক্লাবগুলোকে। শুধু তাই নয়, এতে আর্থিকভাবে লোকসানও হতে পারে বলে মনে করছে ক্লাব দলগুলো।

Dainik Digital

Recent Posts

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

18 hours ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

18 hours ago

স্মার্টসিটি প্রকল্পের কাজে বন্ধ উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…

18 hours ago

বার্ষিক পরীক্ষার সূচি নিয়ে শিক্ষা দপ্তরের রসিকতায় চরম ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…

18 hours ago

রাজ্যের প্রতীকে স্বীকৃতি কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…

18 hours ago

চূড়ান্ত সীলমোহর পড়বে ১০টি সাংগঠনিক জেলা সভাপতির নামে!!

অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…

18 hours ago