ঘানায় মার্বাগ ভাইরাস,

 ঘানায় মার্বাগ ভাইরাস,
এই খবর শেয়ার করুন (Share this news)

এর মধ্যেই পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় সম্প্রতি হানা দিল আরেক প্রাণঘাতী মার্বাগ ভাইরাস । ইতিমধ্যে দেশটিতে মাবাগ ভাইরাসের কারণে দুজনের মৃত্যু হয়েছে । ইবোলা গোত্রের অতি সংক্রমণশীল এই ভাইরাসে দেশটিতে এটাই প্রথম মৃত্যুর ঘটনা । ঘানার দক্ষিণাঞ্চলীয় আশান্তি অঞ্চলের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল তারা । চলতি মাসের শুরুতে ওই দুই ব্যক্তির নমুনা পরীক্ষা করে পজিটিভ ফল পাওয়া যায় ।

বর্তমানে তা সেনেগালের পরীক্ষাগারেও যাচাই করা হয়েছে । ঘানার এক স্বাস্থ্য কর্মকর্তা জানান , মার্বাগ ভাইরাসে আক্রান্ত হয়েছে সন্দেহে ৯৮ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । ঘানার এমন তাৎক্ষণিক সিদ্ধান্তের ঘটনায় সাধুবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( ডব্লিউএইচও ) । ডব্লিউএইচও’র আফ্রিকার পরিচালক মাতসিদিসো মোয়েতি বলেন , “ এটি ভালো কারণ , দ্রুত ও তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিলে মাবাগ হাত ফসকে যেতে পারে ।

মার্বার্গ ভাইরাসের জন্য কোনও চিকিৎসা এখনও উদ্ভাবন হয়নি । কিন্তু ডাক্তাররা বলছেন , পর্যাপ্ত পরিমাণে জল পান করলে রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় । ” ভাইরাসটি বাদুড়ের দেহ থেকে মানবদেহে সংক্রমিত হয়েছে । আর মানবদেহ থেকে বের হওয়া যেকোনও তরল পদার্থের মাধ্যমে অন্য ব্যক্তি সহজেই আক্রান্ত হতে পারে ।

এই ভাইরাস আক্রান্ত ব্যক্তির শরীরে মাথা ব্যথা , জ্বর , পেশিতে ব্যথা , রক্তবমি— এমনকি রক্তক্ষরণের মতো উপসর্গও দেখা দিতে পারে । স্বাস্থ্য কর্মকর্তারা স্থানীয়দের গুহা থেকে দূরে থাকতে এবং কোনও মাংস খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে রান্না করার নির্দেশ দিয়েছেন ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.