মুম্বাইয়ের লোকজন অহঙ্কার করে বলে , তারা নাকি নিশাচর । রাতে ঘুমোয় না । আবার চেন্নাইবাসীদের দেমাক , তারা নাকি একমাত্র মৃত্যুতেই ঘুমোয় । তাদের কথায় , জেগে থাকাই নাকি বেঁচে থাকা । এদিকে বাঙালির দুর্নাম , তারা বেজায় ঘুমকাতুরে । অথচ সেই ‘ দুর্নাম’ই এক বাঙালি কন্যাকে এনে দিল দেশজোড়া ‘ সুনাম ’ ! পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিপর্ণা চক্রবর্তী শুধু ঘুমিয়েই জিতে নিয়েছেন পাঁচ লক্ষ টাকা । একটি ম্যাট্রেস তরফে আয়োজিত সংস্থার প্রতিযোগিতায় দেশের সেরা ঘুমকাতুরে নির্বাচিত হয়েছেন তিনি । ত্রিপর্ণা বলছিলেন , তখন আমি কলেজে পড়ি । কলেজ ক্যাম্পাসেই ওয়েকফিট – এর এই প্রতিযোগিতার কথা জানতে পারি । নেহাতই মজা করে প্রতিযোগিতায় আবেদন করেছিলাম । প্রায় ছ’লক্ষ আবেদন জমা পড়েছিল । আমি ঘুমের ব্যাপারে কোনও আপোস করি না । মজা করে বলি , আমার প্রিয় বন্ধুর নাম ঘুম । কিন্তু আমি চ্যাম্পিয়ন হয়ে যাব , ভাবতে পারিনি । ‘ কীভাবে প্রতিযোগীদের নির্বাচন করা হয়েছিল ? সংস্থার তরফে বলা হয়েছে , প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেরা ১৫ ঘুমকাতুরেকে বেছে নিয়েছে তারা । ঘুম সংক্রান্ত অভিজ্ঞতা থেকেই মূলত সেই নির্বাচন হয়েছে । সেরা ১৫ জনকে প্রতিদিন ৯ ঘণ্টা করে ঘুমোতে বলা হয় । টানা ১০০ দিন । তাদের দেওয়া হয় একটি আরামদায়ক গদি আর একটি ‘ স্লিপ ট্র্যাকার ’ । ঘুম কেমন হচ্ছে বা ঘুমের ‘ গুণমান ’ কেমন , তা মাপার যন্ত্র ওই ট্র্যাকার । প্রত্যেকে নিজের বাড়ি বা তার পছন্দ মতো জায়গায় ঘুমিয়েছেন । সেই ফলাফলের উপর ভিত্তি করে চূড়ান্ত পর্বে চারজনকে বেছে নেওয়া হয় । তাতে ত্রিপর্ণা ছাড়া কলকাতার আরও এক প্রতিযোগী ছিলেন। ত্রিপর্ণার কথায় , প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের দিন বাড়িতে এসেছিলেন সংস্থার চার প্রতিনিধি । সঙ্গে ছিলেন স্থানীয় আরও এক জন । তারা গোটা ঘুম – পর্ব গভীর নিরীক্ষণ করেন । হাল্কা ও গভীর ঘুম , তন্দ্রাচ্ছন্নতা বা জেগে ওঠার সময় ঘুমের এরকম প্রতিটি পর্যায়ের চুলচেরা বিশ্লেষণ করা হয় । ঘুমে কোনও ‘ ভেজাল ’ মেশেনি তো ? খতিয়ে দেখা হয় তাও । প্রতিযোগিতায় ত্রিপর্ণার স্কোর হয় ৯৫ ।
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…
অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…
অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…
মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…
অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…