ঘূর্নিঝড় ফেনজলের বন্ধ চেন্নাই বিমানবন্দর!!

 ঘূর্নিঝড় ফেনজলের বন্ধ চেন্নাই বিমানবন্দর!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-তামিলনাড়ুর উপকূলে শনিবার বিকেলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘ফেনজল’। উপকূলের দিকে যতই এগিয়ে আসছে ততই বৃষ্টির পরিমাণ বাড়ছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। ছ’টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়া শুরু হওয়ায় সন্ধ্যা ৭টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৌসম ভবন থেকে প্রাপ্ত খবর অনুযায়ী পুদুচেরি থেকে ১৫০ কিলোমিটার পূর্বে, চেন্নাই থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, নাগাপত্তিনম থেকে ২১০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৪০০ কিলোমিটার উত্তরে অবস্থান করেছে ঘূর্ণিঝড়টি।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.