ঘোড়ায় চেপে খাবার ডেলিভারি, মুহূর্তে ভাইরাল!!

 ঘোড়ায় চেপে খাবার ডেলিভারি, মুহূর্তে ভাইরাল!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-জ্বালানির অভাবে ঘোড়ায় চেপে খাবার ডেলিভারি করছে অনলাইন খাদ্য সরবারকারী সংস্থার এক কর্মী।মহারাষ্ট্রের পেট্রোল স্টেশনে ট্রাক চালকদের ধর্মঘটের জেরে শুরু হয়েছে পেট্রোল সংকট।তাই এবার সেই সংকট কাটাতেই নয়া পন্থা নিল খাবার ডেলিভারি সংস্থা জোমাটো।ভাইরাল হওয়া একটি ভিডিওতে (সত্যতা যাচাই করে নি দৈনিক সংবাদ)দেখা গিয়েছে, লাল রঙের জোমাটো ব্যাকপ্যাক ও ইউনিফর্ম বহনকারী এক ব্যক্তি ঘোড়ায় করে খাবার পৌঁছিয়ে দিচ্ছে। আর সেই ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমউল্লেখ্য,কেন্দ্রের নতুন হিট অ্যান্ড রান’ আইনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়েছে।সারা দেশের প্রধান সড়ক অবরোধ করেছে ট্রাক চালকদের একাংশ। আর তার জেরেই ব্যাহত হচ্ছে যান চলাচল।কেন্দ্রের নয়া আইনে উল্লেখ করা হয়েছে, যদি ট্রাক চালকদের গাফিলতির জন্য কোনও ব্যক্তির মৃত্যু হয় তাহলে সেই চালককে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।শুধু তাই নয়, ট্রাকের ধাক্কায় যদি কারুর মৃত্যু হয় এবং তারপরে যদি সেই চালক পালিয়ে যায় তাহলে তার ১০ বছরের কারাদণ্ড হবে।শুধু তাই নয় তাকে জরিমানাও দিতে হবে।
তাই ‘হিট অ্যান্ড রান’ আইনের বিক্ষোভ শুরু বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ করেছে ট্রাক চালকেরা।আর তাতেই দেশ জুড়ে শুরু হয়েছে পেট্রোল সংকট।এবার সেই সংকট কাটাতেই নয়া পন্থা নিল খাদ্য সরবারকারী সংস্থা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.