ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
চন্ডিপুর কেন্দ্রে টিংকু রায় কে প্রার্থী ঘোষণা করতেই জ্বলে উঠেছে বিদ্রোহের আগুন!!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ঊনকোটি জেলার ৫২ নং চন্ডিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই গোটা চন্ডিপুর মন্ডলে জ্বলে উঠেছে বিদ্রোহের আগুন। সেই আগুনে পুড়ে ছাড়খার একাধিক বুথ অফিস, ভাঙচুর করা হয়েছে একাধিক দলীয় কার্যালয়ে, জ্বালিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন নথিপত্র, দলীয় প্রচার সজ্জা। স্বদলীয় বিক্ষুব্ধ কর্মীরা ভগবান নগর বিজেপির ৪২ নং বুথ ও গৌরনগর ৪১ নং বুথ অফিস ও কাউলিকুড়া বুথ অফিস ভাঙে গুড়িয়ে দিয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ, কৈলাসহর থানার ওসি সঞ্জীব লস্কর সহ বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী। ঘটনায় গোটা এলাকায় পরিচিতি উত্তপ্ত। মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী।