চন্দ্রযান-৩ ১৪ জুলাই।
চাঁদে অভিযান পাঠানোর দিন তারিখ ঘোষণা করলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকৌটাস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশের উদ্দেশে পাড়ি জমাবে চন্দ্রযান তৃতীয় মিশনে বেশ কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রেরণ করা হচ্ছে।বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য সেগুলো এই মিশনের মাধ্যমে চাঁদে পাঠানো হচ্ছে।ল্যাণ্ডার এবং রোভারের অংশ হিসেবে এই যন্ত্রপাতিগুলো সেখানে কাজ করবে।চাঁদের বিজ্ঞান অন্বেষণে কাজে লাগানো হচ্ছে এই বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলোকে। আরেকটি বৈজ্ঞানিক যন্ত্র চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর স্পেক্ট্রাল এবং পোলারিমেট্রিক পরিমাপ নির্ধারণ করবে।এই পরীক্ষা নিরীক্ষাগুলো কঠিন হতে চলেছে কারণ এলভিএম থ্রি রকেটটি
তিনটি মডিউলের সমষ্টি। সেগুলো হলো প্রপালসন
ল্যাণ্ডার এবং রোভার।