পেট্রোল , ডিজেলের উপর আবগারি শুল্ক কমানোর পরও কেন্দ্রকে আক্রমণ থেকে সরে আসছে না প্রধান বিরোধী দল কংগ্রেস । কংগ্রেসের অভিযোগ, এগুলি জাদু বিজেপির চমকের কৌশল । মানুষের দৃষ্টিভ্রম ঘটানোর কৌশল মাত্র । কংগ্রেস দাবি করেছে , কয়েক টাকা আবগারি শুল্ক না কমিয়ে জনগণকে প্রকৃত রিলিফ দেবার উদ্যোগ নিক কেন্দ্রীয় সরকার । কেননা , বর্তমানে দেশে রেকর্ড মুদ্রাস্ফীতি হয়েছে । কংগ্রেস নেতা রাহুল গান্ধী এ দিন ফের বলেছেন , সরকার মানুষদের বোকা বানানো থেকে বিরত থাকুন । মানুষ চায় প্রকৃত রিলিফ । শুধু কেন্দ্রের তারিফ নিয়ে চলেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার । যা গোটা দেশকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে , বলেন রাহুল ।
অন্যদিকে এআইসিসিতে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ মোদি সরকারকে আক্রমণ করে বলেন , মোদি সরকার শুধু চমক সৃষ্টিতেই ওস্তাদ । মানুষকে বোকা বানাতে বিজেপি খুবই পারঙ্গম । কংগ্রেস মুখপাত্রের অভিযোগ , বিজেপি শাসনে দেশের অর্থনীতির অবস্থা বেহাল । বিজেপি শুধু চমক আর মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতেই ওস্তাদ । তার আরও বক্তব্য , অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুধু দাবি করছেন যে অর্থনীতির হাল ফেরাতে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে । শ্রীবল্লভের মতে , তিন কদম এগিয়ে দুই কদম পেছানো এটা কোনও পদক্ষেপ নয় । এতে আখেরে সাধারণ মানুষের কোনও উপকারে আসবে না । কংগ্রেস মুখপাত্র বলেন , শুধু চমক দিয়ে লাভ হবে না । সাধারণ মানুষ তখনই উপকৃত হবে যখন আবগারি শুল্ক কমিয়ে ২০১৪ সালের জায়গায় নিয়ে আসা হবে । পেট্রোল গত ৬০ দিনে বেড়েছে ১০ টাকা প্রতি লিটারে । এরপর দাম কমানো হলো ০৭ টাকা । এটার অর্থ কী দাঁড়ালো । এতে সাধারণ মানুষের কী কল্যাণটা করছে বিজেপি সরকার । দেশের মানুষকে তারা কি ভাবে ? কংগ্রেস মুখপাত্র শ্রীবল্লভ বলেন ২০১৪ সালের তুলনায় এলপিজির দাম দেশে বেড়েছে ১৪২ শতাংশ । গত ১৮ মাসে এলপিজির দাম বেড়েছে ৪০০ টাকারও বেশি । এবার ২০০ টাকা কমিয়ে কি প্রমাণ করতে চায় বিজেপি সরকার । অর্থমন্ত্রী সীতারামন দাবি করেছেন যে , মুদ্রাস্ফীতি বিজেপি আমলে কমেছে । তিনি দাবি করেছেন , দেশের ৮৪ শতাংশ মানুষের রোজগার কমছে আর কিছু মানুষ টাকার কুমীর হচ্ছে । এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন জানান , পেট্রোল , ডিজেলের উপর কেন্দ্রীয় সরকার যে আবগরি শুল্ক কমিয়েছে তা আসলে রাস্তা ও পরিকাঠামো উন্নয়নের জন্য নির্ধারিত সেস । এগুলি রাজ্যগুলিকে কোনও দিন দিত না কেন্দ্র । যদিও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম গতকালের কেন্দ্রীয় সরকারের আবগারি শুল্ক কমানোর জন্য রাজ্যগুলিকে কেন্দ্রীয় করের শেয়ার কম করা হবে বলে মন্তব্য করেছিলেন । এরই পরিপ্রেক্ষিতে সীতারামন এ দিন বেশ কিছু তথ্য তুলে ধরেন । এরই মধ্যে কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে মহারাষ্ট্র , রাজস্থান , কেরালা এবং মধ্যপ্রদেশের মতো রাজ্য তাদের পেট্রোপণ্যের উপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে । এর ফলে এই সমস্ত রাজ্যে পেট্রোপণ্যের দাম কমবে ।
অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…
অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…
অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…
অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…
নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…