পেট্রোল , ডিজেলের উপর আবগারি শুল্ক কমানোর পরও কেন্দ্রকে আক্রমণ থেকে সরে আসছে না প্রধান বিরোধী দল কংগ্রেস । কংগ্রেসের অভিযোগ, এগুলি জাদু বিজেপির চমকের কৌশল । মানুষের দৃষ্টিভ্রম ঘটানোর কৌশল মাত্র । কংগ্রেস দাবি করেছে , কয়েক টাকা আবগারি শুল্ক না কমিয়ে জনগণকে প্রকৃত রিলিফ দেবার উদ্যোগ নিক কেন্দ্রীয় সরকার । কেননা , বর্তমানে দেশে রেকর্ড মুদ্রাস্ফীতি হয়েছে । কংগ্রেস নেতা রাহুল গান্ধী এ দিন ফের বলেছেন , সরকার মানুষদের বোকা বানানো থেকে বিরত থাকুন । মানুষ চায় প্রকৃত রিলিফ । শুধু কেন্দ্রের তারিফ নিয়ে চলেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার । যা গোটা দেশকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে , বলেন রাহুল ।
অন্যদিকে এআইসিসিতে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ মোদি সরকারকে আক্রমণ করে বলেন , মোদি সরকার শুধু চমক সৃষ্টিতেই ওস্তাদ । মানুষকে বোকা বানাতে বিজেপি খুবই পারঙ্গম । কংগ্রেস মুখপাত্রের অভিযোগ , বিজেপি শাসনে দেশের অর্থনীতির অবস্থা বেহাল । বিজেপি শুধু চমক আর মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতেই ওস্তাদ । তার আরও বক্তব্য , অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুধু দাবি করছেন যে অর্থনীতির হাল ফেরাতে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে । শ্রীবল্লভের মতে , তিন কদম এগিয়ে দুই কদম পেছানো এটা কোনও পদক্ষেপ নয় । এতে আখেরে সাধারণ মানুষের কোনও উপকারে আসবে না । কংগ্রেস মুখপাত্র বলেন , শুধু চমক দিয়ে লাভ হবে না । সাধারণ মানুষ তখনই উপকৃত হবে যখন আবগারি শুল্ক কমিয়ে ২০১৪ সালের জায়গায় নিয়ে আসা হবে । পেট্রোল গত ৬০ দিনে বেড়েছে ১০ টাকা প্রতি লিটারে । এরপর দাম কমানো হলো ০৭ টাকা । এটার অর্থ কী দাঁড়ালো । এতে সাধারণ মানুষের কী কল্যাণটা করছে বিজেপি সরকার । দেশের মানুষকে তারা কি ভাবে ? কংগ্রেস মুখপাত্র শ্রীবল্লভ বলেন ২০১৪ সালের তুলনায় এলপিজির দাম দেশে বেড়েছে ১৪২ শতাংশ । গত ১৮ মাসে এলপিজির দাম বেড়েছে ৪০০ টাকারও বেশি । এবার ২০০ টাকা কমিয়ে কি প্রমাণ করতে চায় বিজেপি সরকার । অর্থমন্ত্রী সীতারামন দাবি করেছেন যে , মুদ্রাস্ফীতি বিজেপি আমলে কমেছে । তিনি দাবি করেছেন , দেশের ৮৪ শতাংশ মানুষের রোজগার কমছে আর কিছু মানুষ টাকার কুমীর হচ্ছে । এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন জানান , পেট্রোল , ডিজেলের উপর কেন্দ্রীয় সরকার যে আবগরি শুল্ক কমিয়েছে তা আসলে রাস্তা ও পরিকাঠামো উন্নয়নের জন্য নির্ধারিত সেস । এগুলি রাজ্যগুলিকে কোনও দিন দিত না কেন্দ্র । যদিও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম গতকালের কেন্দ্রীয় সরকারের আবগারি শুল্ক কমানোর জন্য রাজ্যগুলিকে কেন্দ্রীয় করের শেয়ার কম করা হবে বলে মন্তব্য করেছিলেন । এরই পরিপ্রেক্ষিতে সীতারামন এ দিন বেশ কিছু তথ্য তুলে ধরেন । এরই মধ্যে কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে মহারাষ্ট্র , রাজস্থান , কেরালা এবং মধ্যপ্রদেশের মতো রাজ্য তাদের পেট্রোপণ্যের উপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে । এর ফলে এই সমস্ত রাজ্যে পেট্রোপণ্যের দাম কমবে ।
অনলাইন প্রতিনিধি :-স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে গিয়ে এমপ্লয়িজ স্টেট ইনশিয়োরেন্স কর্পোরেশন (ইএসআইসি) ভুক্ত সাধারণ কর্মচারী…
২০১৯ সালে করোনা মহামারির পাঁচ বছর পর ফের শিরোনামে চিন।এবার এইচএমপিভি (HMPV) নামক নয়া ভাইরাসের…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের বিদ্যাজ্যোতি স্কুলের পড়াশোনাও লাটে উঠেছে। বিদ্যাজ্যোতি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করছে না শিক্ষা…
অনলাইন প্রতিনিধি :-তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু। তাছাড়াও ৬০ জন আহত হয়েছেন। তবে…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রক ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমার জাতীয় সড়ক নির্মাণের জন্য…
অনলাইন প্রতিনিধি :-ফ্লোরেন্সনাইটিঙ্গেলের কথা স্মরণ করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ…