চরম অবহেলায় পুষ্টি প্রকল্পের কোটি টাকার চাল-ডাল নষ্ট!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ধর্মনগর মহকুমার অন্তর্গত কাদমতলা সুসংহত শিশু উন্নয়ন সেবা প্রকল্প আধিকারিকের কার্যালয় দীর্ঘদিন ধরে অভিভাবকহীন। সঠিক নজরদারি না থাকার ফলে কার্যালয়ের পাশে গুদামে মজুত রাখা শিশুদের জন্য বরাদ্দকৃত কোটি টাকার মিড ডে মিলের চাল ডাল নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে কদমতলা ও কালাছড়া ব্লক এলাকা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছিলো, ডাল শেষ হয়ে যাওয়ায় গত বছরের ডিসেম্বর মাস থেকে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিল প্রকল্প বন্ধ রয়েছে। এই অভিযোগ পেয়ে মহকুমার সাংবাদিকরা কাদমতলা সুসংহত শিশু উন্নয়ন সেবা প্রকল্প আধিকারিকের কার্যালয়ে বিষয়টির খোঁজ নিতে যায়। প্রথমেই দেখা যায় , দীর্ঘদিন ধরে অফিসে আসেন না সিডিপিও অয়ন ভৌমিক। জানা গেছে, তিনি কুড়ি এপ্রিল থেকে কাউকে কোন দায়িত্বভার না দিয়ে ছুটি কাটাচ্ছেন। অফিসে কাগজপত্রে সর্বমোট ষোলোজন সরকারী কর্মচারী থাকলেও বর্তমানে আটজন দিয়ে চলছে পরিষেবা।

অভিযোগ, সিডিপিও অফিসে না এসে উনার মর্জি মাফিক কাজ চালিয়ে যাচ্ছেন শান্তনু নাথ নামে একজন কে দিয়ে। বর্তমানে অফিসের অঘোষিত বস হচ্ছেন শান্তনু, যার আদেশ ছাড়া কোন কাজ এই অফিসে করা সম্ভব নয় বলে অভিযোগ। সাংবাদিকরা মিড ডে মিল কেন এতো দিন বন্ধ ছিল? এই বিষয়ে জানতে চাইলে কেউই এর সঠিক উত্তর দিতে পারেননি। পরবর্তীতে স্টোর কিপার শ্রীবাস পালের কাছে জানাগেছে, গুদামে ৩৪,৬৫৬ কেজি চাল মজুত রয়েছে। তবে ২০২২ সালের ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ থেকে গুদামে ডাল না থাকায় কালাছড়া ও কদমতলা ব্লক এলাকার ৩১৯ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের জন্য মিশ্রিত চাল ডাল দেওয়া যায়নি। যার ফলে মিড ডে মিল পরিষেবা বন্ধ ছিলো। উনিশ মে ৫৮৫১ কেজি ডাল এসেছে। এখন ত্রিশ কেজি চাল ও দশ কেজি ডাল একসঙ্গে মিশ্রিত করে চল্লিশ কেজির বস্তায় করে কুড়ি মে থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে পাঠানো হচ্ছে। এদিকে গুদামে দেখা যায় চাল – ডাল মিশ্রিত প্রচুর বস্তা আগে থেকেই মজুত ছিলো। এগুলো নষ্ট হয়ে গেছে। গুদামে মজুত রেখে নষ্ট করে ফেলা হয়েছে, অথচ শিশুদের সেগুলো দেওয়া হয়নি! এই বিষয়ে স্টোর কিপারের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি আমতা আমতা করেন। অভিযোগ, সিডিপিও ও স্টোর কিপার দপ্তরের মন্ত্রীর নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে নিজেদের মন্ত্রীর কাছের লোক বলে দাবি করে প্রভাব খাটিয়ে যাচ্ছে। যার ফলে এই অবস্থা বলে অভিযোগ। এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি উঠেছে।

Dainik Digital

Recent Posts

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

22 mins ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

53 mins ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago