চলতি বছরেই স্মার্ট ট্রেনিং পাচ্ছেন অফিসারগণ : মুখ্যমন্ত্রী
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || প্রশাসনিক কাজকর্মকে স্বচ্ছ, দ্রুত এবং পেপারলেস করার লক্ষ্যে সোমবার উদ্বোধন হলো স্মার্ট ট্রেনিং সেন্টারের।এদিন ইন্দ্রনগরের আইটি ভবনে ডিজিটাল ত্রিপুরা গড়ার লক্ষ্যে প্রশিক্ষণেরও আনুষ্ঠানিক সূচনা হয়।মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এর সূচনা করে বলেন, সব রাজ্যে ডিজিটাল পদ্ধতি চালু না হলে ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যমাত্রা পূরণ হবে না,যার জন্যই আধুনিক সুবিধাযুক্ত স্মার্ট ট্রেনিং সেন্টারটি চালু করা হলো। মুখ্যমন্ত্রী বলেন,বর্তমান সরকার স্বচ্ছতার সরকার।স্বচ্ছতা বজায় রাখতেও ডিজিটাল পদ্ধতি প্রয়োজন।মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, ‘চলতি বছরের শেষ দিকেই সব কয়টি দপ্তরের নোডাল অফিসারদের স্মার্ট ট্রেনিংয়ের আওতায় আনা হবে। মুখ্যমন্ত্রী এদিন স্মার্ট প্রশিক্ষণ সেন্টারের পূর্ণাঙ্গ কাঠামোও ঘুরে দেখেন।অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি মন্ত্ৰী প্ৰণজিৎ সিংহ রায় বলেন, গত পাঁচ বছরের আইটি সেক্টরে প্রভূত কাজ হয়েছে।আজকের স্মার্ট ট্রেনিং সেন্টারের উদ্বোধন রাজ্যের আইটি সেক্টরের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিগুলিকে ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য তথ্য ও প্রযুক্তি দপ্তর কাজ করছে।তিনি বলেন, ডিজিটাল ত্রিপুরা গড়ে উঠলে প্রশাসনিক স্বচ্ছতা যেমন আসবে এবং পেপারলেস কাজের মাধ্যমে সময়ও বাঁচবে।পরিষেবা দ্রুত হবে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যসচিব জে কে সিন্হা। স্বাগত বক্তব্য রাখেন আইটি দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন আইটি দপ্তরের অধিকর্তা এন নরেশ বাবু।মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যেও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এদিন থেকে এই ট্রেনিং সেন্টারে বিভিন্ন দপ্তরের ৬০ জন নোডাল অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আধুনিক ব্যবস্থা সম্পন্ন এই ট্রেনিং সেন্টারে রয়েছে ঃভিডিও কনফারেন্সি সিস্টেম,ডিজিটাল পোডিয়াম, ইন্টারেক্টিভ ডিসপ্লে প্যানেল ইনক্লুডিং ওপিএস (ওপেন প্লাগেবল সিস্টেম), ডিসপ্লে প্যানেল কাম ল্যাপটপ উইথ ওয়ারলেস কিবোর্ড ফর হ্যাণ্ডস অন ট্রেনিং সাউও অ্যামপ্লিফায়ার অ্যাণ্ড স্পিকার্স, ওয়ারলেস কনফারেন্স সিস্টেম ডেলিগেট সিস্টেম অ্যাণ্ড কন্ট্রোলার, – ওয়ারলেস কনফারেন্স সিস্টেম ডেলিগেট ইউনিট,ওয়ারলেস কনফারেন্স সিস্টেম চেয়ারম্যান ইউনিট,ওয়ারলেস কনফারেন্স সিস্টেম ব্যাটারি চার্জার, ওয়ারলেস কনফারেন্স সিস্টেম এপি ট্রান্সমিটার,অল ইন ওয়ান ডেস্কটপ,সাউণ্ড প্রুফ অ্যাকুস্টিক সহ আরও অনেক ব্যবস্থা।