চলতি বছরে শুরু হচ্ছে ডেন্টাল কলেজে ক্লাস, মুখ্যমন্ত্রী।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-চলতি শিক্ষাবর্ষে পঠনপাঠন শুরু হচ্ছে রাজ্যের প্রথম সরকারী ডেন্টাল কলেজে। সবকিছু ঠিক থাকলে আগামী আগষ্ট মাস থেকে ক্লাস শুরু হতে পারে আইজিএম হাসপাতালস্থিত আগরতলা সরকারী ডেন্টাল কলেজে। ইতিমধ্যে ডিসিআই (ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া)এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কলেজের পরিচালনা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে।নয়াদিল্লী থেকে বুধবার রাজ্যে ফিরেই সরাসরি ডেন্টাল কলেজ পরিদর্শনে গিয়ে সংবাদ মাধ্যমকে এই মর্মে জানান মুখ্যমন্ত্রী ডা.মানিক সাহা। রাজধানীর আইজিএম হাসপাতাল ক্যাম্পাসে গড়ে উঠেছে ডেন্টাল কলেজের সুদৃশ্য ভবন। যে কলেজটি গড়ে তুলতে আন্তরিকভাবে সচেষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি নিজেও একজন প্রথিতযশা চিকিৎসক।তার প্রচেষ্টারই ফসল এই ডেন্টাল কলেজ।শেষপর্যন্ত কেন্দ্রীয় সরকার ডেন্টাল কলেজ গড়ে তোলার জন্য যাবতীয় ছাড়পত্র দেয়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এই সরকারী ডেন্টাল কলেজের উদ্বোধন হয়।
গত দুদিন ধরে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে নয়াদিল্লীতে অবস্থান করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। দিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এরপর যাবতীয় কাজ সেরে বুধবারই রাজ্যে ফিরে আসেন তিনি। আগরতলায় ফিরেই সরাসরি এদিন আইজিএম হাসপাতালের ক্যাম্পাসে থাকা আগরতলা সরকারী ডেন্টাল কলেজ পরিদর্শন করতে যান মুখ্যমন্ত্রী।তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিস বসু সহ অন্য পদস্থ আধিকারিকগণ। পরিদর্শনের ফাঁকে আধিকারিকদের নিয়ে সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডা. সাহা।সেখানে ডেন্টাল কলেজের পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে নির্দেশ ও পরামর্শ দেন সংশ্লিষ্ট আধিকারিকদের।পরে অপেক্ষমাণ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জানান,এই ডেন্টাল কলেজটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেছেন। ইতিমধ্যে ডিসিআই এবং কেন্দ্রীয় সরকার থেকে প্রয়োজনীয় গিয়েছে। অনুমোদন পাওয়া গিয়েছে।এর মধ্যে পরিকাঠামো সম্পর্কিত বিষয়ে খোঁজখবর নিতে কলেজ পরিদর্শন করতে এসেছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, চলতি শিক্ষাবর্ষ (২০২৩-২৪) থেকেই আগরতলা সরকারী ডেন্টাল কলেজে পঠনপাঠন শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী আগষ্ট মাস থেকে ক্লাস শুরু হতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেলের বন্দোবস্তও হয়েছে। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান,চলতি শিক্ষাবর্ষ থেকেই আগরতলা সরকারী ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতাল-এর পঠনপাঠন শুরু হবে।

Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

14 hours ago

দেবালয় রক্ষা পায় না!!

আয়তনের দিক থেকে বিশ্বের ৩৩ম বৃহত্তম দেশ পাকিস্তান।কিন্তু ঋণের জালে জর্জরিত পাকিস্তান দেশটির আর্থিক অবস্থা…

17 hours ago

প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড!!

অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…

1 day ago

সব রাজ্যের মুখ্যসচিবদের নির্দেশ কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে রয়েছেন মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে,…

1 day ago

পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ সাব-ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ!!

অনলাইন প্রতিনিধি :-বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গিরগিটি রূপ ধারণ করল পাকিস্তান।…

1 day ago

৩ ঘণ্টা না পেরোতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের!

অনলাইন প্রতিনিধি :-রাত পোহানো দূর অস্ত। চার ঘণ্টাও কাটল না। এর মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে…

1 day ago