Categories: দেশ

চলতি বছর ৯ রাজ্যে ভোট

এই খবর শেয়ার করুন (Share this news)

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ২০২৩ সাল দেশের শাসক এবং বিরোধীদের কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বছর হিসাবে পরিগণিত হতে চলেছে। এবছরই কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানার মতো বড় রাজ্যগুলিতে বিধানসভা ভোট হতে যাচ্ছে। তেমনি ২০২৩ বছরের গোড়াতেই পূর্বোত্তরের তিন রাজ্যেও ভোট। সব মিলিয়ে ২০২৪ সালের আগে ২০২৩ সালের বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচনকে রাজনৈতিক বিশ্লেষকরা সেমিফাইনাল হিসাবে আখ্যা দিচ্ছেন।আগামী ফেব্রুয়ারী- মার্চ মাসে পূর্বোত্তরের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যাণ্ডে ভোট হচ্ছে। ত্রিপুরায় শাসক বিজেপি। মেঘালয়ে বিজেপি শাসকের জোট সঙ্গী। নাগাল্যাণ্ডে এনডিপি শাসন ক্ষমতায় রয়েছে।মেঘালয়ে ন্যাশনাল পিপলস পার্টির সরকার চলছে।এই দল পূর্বোত্তরের একমাত্র আঞ্চলিক দল যারা কিনা জাতীয় দল হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত।অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, ২২৪ সদস্যক কর্ণাটক বিধানসভায় আগামী এপ্রিল-মে মাস নাগাদ ভোট হতে পারে। ২৪ মে কর্ণাটক বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে হচ্ছে। কর্ণাটকে বর্তমানে বিজেপি সরকার চলছে। সম্ভবত কর্ণাটকে এপ্রিলের শেষদিকে কিংবা মে’র প্রথমদিকে ভোট হতে পারে ।অন্যদিকে, ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে মিজোরাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ইত্যাদি রাজ্যগুলিতে ভোট হবার কথা রয়েছে।****চল্লিশ সদস্যক মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী সতেরো ডিসেম্বর। ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে যথাক্রমে তিন জানুয়ারী এবং ছয় জানুয়ারী। রাজস্থান এবং তেলেঙ্গানার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে যথাক্রমে আগামী বছরের চৌদ্দ জানুয়ারী এবং ষোল জানুয়ারী। ফলে ওই সমস্ত রাজ্যের বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের ডিসেম্বরের দিকেই।নির্বাচন কমিশন সূত্রে খবর, চলতি বছরের শেষদিকে এই পাঁচ রাজ্যে একসাথে ভোট হবার সম্ভাবনা রয়েছে। একই সাথে এই রাজ্যগুলির পাশাপাশি জম্মু কাশ্মীরের বিধানসভা ভোটও হতে পারে চলতি বছরেই। কমিশন সূত্রে খবর,জম্মু কাশ্মীরের বিধানসভা ভোট হতে পারে চলতি বছরের ডিসেম্বর মাসেই।উল্লেখ্য, ২০১৯ সালেই কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীর রাজ্য ভেঙে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্ম হয়। একটি জম্মু কাশ্মীর এবং অপরটি হচ্ছে লাদাখ। একই সাথে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারারও অবলুপ্তি হয়। এরপর থেকে জম্মু কাশ্মীরে কেন্দ্রীয় শাসন চলছে। বর্তমানে জম্মু কাশ্মীরের নির্বাচনি প্রক্রিয়ার কাজ চলছে জোরকদমে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

22 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

22 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

23 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

23 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

24 hours ago