Categories: খেলা

চলতি মাসেই এসএম কাপ ফুটবল

এই খবর শেয়ার করুন (Share this news)

অনূর্ধ্ব ১৪ বালক এবং অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা তিন বিভাগে স্কুল ক্রীড়ার এসএম কাপ ফুটবল আসর চলতি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে । আগামী ১৫-২৫ জুলাইয়ের মধ্যে জেলাস্তরে এবং আগষ্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে রাজ্যভিত্তিক আসর আয়োজনের বিষয়ে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে । সেই সাথে চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড বার্ষিক সাধারণ সভা করার বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে ।

যদিও ক্রীড়ামন্ত্রী তথা রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের চেয়ারম্যানের সাথে আলোচনা ক্রমেই বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ সুচি চূড়ান্ত করা হবে । এমনটাই খবর রাজ্য স্কুল স্পোর্টস বোর্ড সূত্রে । জানা গেছে , অনূর্ধ্ব ১৪ বালক বিভাগে এসএম কাপ ফুটবলের সরাসরি জেলা রাজ্য আসর হয়ে রাজ্য আসরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । অন্যদিকে , অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকা বিভাগে এসএম কাপ ফুটবলের ক্ষেত্রে প্রথমে মহকুমা ও তারপর জেলা ও শেষে রাজ্য আসরের প্রতিযোগিতা হবে । উল্লেখ্য , কোভিড পরিস্থিতি কাটিয়ে দুবছর পর ফের সুব্রত মুখার্জি কাপ ফুটবল আসর বসছে দিল্লীতে ।

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত দিল্লীতে ৬১ তম এসএম কাপ ফুটবলের এই আসর হচ্ছে । আগামী ৩০ জুলাইয়ের মধ্যে রাজ্যগুলোকে এসএম কাপ ফুটবলের টিম এন্ট্রি পাঠাতে বলা হয়েছে এবং আগামী ১০ আগষ্টের মধ্যে রাজ্যের এসএম কাপ স্কুল ফুটবলের চ্যাম্পিয়ন টিমগুলোর নাম পাঠাতে বলা হয়েছে । যদিও ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডে তরফে এসএম কাপ ফুটবলের তিনটি বয়স গ্রুপে টিম পাঠানোর বিষয়ে দিল্লীতে উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়েছে । অর্থাৎ আগামী ১০ আগষ্টের আগেই রাজ্যে এসএম কাপ ফুটবলের বিভিন্ন বয়স গ্রুপের আসরের খেলাধুলা শেষ করে নিতেই হবে ।

পাশাপাশি টিমের প্রস্তুতিও শেষ করে নিতে হবে এই সময়ের মধ্যেই । জানা গেছে , ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড তার জেলা স্কুল স্পোর্টস বোর্ডের দপ্তরগুলোকে এসএম কাপ ফুটবল আসরের আয়োজন নিয়ে প্রস্তুতি শুরু করে দিতে নির্দেশও দিয়েছে । তবে যা খবর পশ্চিম জেলা সহ বিভিন্ন জেলাগুলোতে এখনও স্কুল স্পোর্টস বোর্ডের কোনও স্থায়ী কমিটি ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড । যার কারণে গত বছর ব্লক , মহকুমা ও জেলা সহ রাজ্য আসরের আয়োজন নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল । স্থানীয় কোনও কমিটি না থাকায় কেউ নিজের কাঁধে খেলাধুলার দায়িত্ব নিতে চায়নি।

যার ফলে গত বছর স্কুলস্তরের খেলাধুলায় একটা চরম বিশৃঙ্খলাও দেখা গিয়েছিল । বছর ঘুরে আসলেও জেলা সহ বিভিন্ন স্তরে স্কুল স্পোর্টস বোর্ডের স্থায়ী কোনও কমিটি এখন পর্যন্ত গঠন করতে পারেনি ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড । এই অবস্থায় অনেকেই আশঙ্কা করছেন স্থায়ী কোনও কমিটি গঠন না হলে এবারও স্কুলস্তরের খেলাধুলার আয়োজন নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে । এদিকে , মধ্যে বার্ষিক সাধারণ সভায় চলতি ২০২২-২৩ অর্থ বছরের রাজ্যে স্কুলস্তরের খেলাধুলার ক্যালেণ্ডার ও যাবতীয় রূপরেখা চূড়ান্ত করা হবে ।

সেই সাথে চলতি অর্থ বছরের ক্রীড়া খাতে বাজেটও ঠিক করা হবে । উল্লেখ্য , দেশে কোভিড পরিস্থিতির কারণে গত শেষ দুবছর এসএম কাপ ফুটবল আসর হয়নি । গত ২০১৯ সালে শেষবার দিল্লীতে সুব্রত মুখার্জি কাপ ফুটবল আসর হয়েছিল । এতে অংশ নিয়েছিল ত্রিপুরা । দুবছর পর ফের সুব্রত মুখার্জি কাপ ফুটবল আসর হতে চলায় স্বাভাবিকভাবেই রাজ্যের স্কুল পড়ুয়া ফুটবলারদের ( ছেলে – মেয়ে ) মধ্যে এনিয়ে ব্যাপক উৎসাহিত । এদিকে , স্কুল গেমস অফ ইণ্ডিয়া ( এসজিএফআই ) এর আভ্যন্তরীণ ঝামেলা ও কমিটি ভেঙে দেওয়ার কারণে গত দুবছর ধরে জাতীয় স্তরের স্কুল ক্রীড়ার আসর হচ্ছে না । গত ২০১৯ সালে শেষবার জাতীয় স্কুল আসর হয়েছিল । এতে অংশ নিয়েছিল ত্রিপুরাও । তবে এবারও জাতীয় স্কুল ক্রীড়ার আসর হয় কিনা তা বলা যাচ্ছে না ।

Dainik Digital

Recent Posts

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

12 hours ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

13 hours ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

13 hours ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

13 hours ago

দিনভর দুর্ভোগ,আজও বন্ধ থাকবে উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-স্মার্ট সিটি আগরতলায় আনস্মার্ট কাজকর্ম বহাল। আগরতলা শহর তথা রাজ্যের একমাত্র উড়াল সেতু…

13 hours ago

কুয়োতে গাড়ি পড়ে ১০ জনের মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল একাধিক প্রাণ ৷ মন্দিরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে…

16 hours ago