চলতি মাসেই দিল্লির রাস্তায় নামছে ৬০০ বিদ্যুতচালিত বাস!!
অনলাইন প্রতিনিধি :-গণ পরিবহণ পরিষেবায় আরও ৬০০ বাস নামানো হচ্ছে দিল্লির রাস্তায়।এই নিয়ে দিল্লি পরিবহণ নিগমের (ডিটিসি) অধীনে বিদ্যুৎচালিত বাসের সংখ্যা বেড়ে হল মোট ১৪০০ টি,এমনটাই জানিয়েছেন এক আধিকারিক।এর আগে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ৪০০ টি বিদ্যুৎচালিত বাস নামানো হয়েছিল রাজধানীতে।প্রতি মাসেই দিল্লিতে ১০০ থেকে ১৫০ টি করে এমন ই-বাস নামছে দিল্লির রাস্তায়।পুরনো যে সিএনজি বাসগুলি রয়েছে সেগুলি ধীরে ধীরে তুলে নিতে চাইছে দিল্লি পরিবহণ নিগম।
কারণ এই পুরনো বাসগুলির সময়সীমা পেরিয়ে গিয়েছে এবং এগুলি অনেকসময়েই রাস্তায় চলতে চলতে ব্রেকডাউন হয়ে যায়।সেই কারণেই এবার এই পুরনো বাস পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে।আশা করা যাচ্ছে, ২০২৪ সালের মধ্যে ডিটিসি এবং দিল্লি ইন্টিগ্রেটেড মাল্টি মোডাল সিস্টেম ট্যারিন্সপোর্ট সিস্টেমের (ডিআইএমটিএস) অধীনে থাকা সব বাসই বিদ্যুৎচালিত বাসে রূপান্তরিত হবে।পরিবহণ সচিব তথা কমিশনার আশিস কুন্রাশে বলেন,‘ইতিমধ্যেই ৮০০ বিদ্যুৎচালিত বাস আমরা চালাচ্ছি।এবার আরও ৬০০ নতুন বাস আসছে।আমরা প্রায় প্রতি সপ্তাহেই অল্প অল্প করে বিদ্যুৎচালিত বাস নিয়ে আসছি।