চলবে আরও একটি ডেমু , এমবিবি পেলো কাস্টম ছাড়পত্র।
অনলাইন প্রতিনিধি :- আগরতলা- সাব্রুম রেল রুটে আরও একটি ডেমু ট্রেন চলবে। আগে এই রুটে ৩টি ডেমু ট্রেন চলতো। বৃহস্পতিবার সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পরিবহণ ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান। পরিবহণমন্ত্রী জানান, যাত্রী সংখ্যা বৃদ্ধি, তাদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে এই রুটে ডেমু ট্রেনের সংখ্যা বৃদ্ধির অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল।এই পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় রেলমন্ত্রক রাজ্যবাসীর সুবিধার্থে সহসাই আরও একটি ডেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে। রাজ্যবাসীর স্বার্থে কেন্দ্রীয় রেলমন্ত্রকের এই সিদ্ধান্তের জন্য পরিবহণমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান।সাংবাদিক সম্মেলনে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান, কেন্দ্রীয় অর্থমন্ত্রক রাজ্যের মহারাজা বীরবিক্রম বিমানবন্দরকে কাস্টমস চেকপোস্ট হিসাবে ঘোষণা করেছে। সেই অনুযায়ী একটি গ্যাজেট নোটিফিকেশনও প্রকাশিত হয়েছে। আগরতলা-চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান যোগাযোগ চালু করার ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই ঘোষণা একটি ইতিবাচক পদক্ষেপ। পরিবহণমন্ত্রী জানান,আগামীদিনে এমবিবি বিমানবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের আওতায় এলে শীঘ্রই আগরতলা- চট্টগ্রাম রুটে বিমান যোগাযোগ শুরু হয়ে যাবে।খুব শীঘ্রই ইমিগ্রেশন চেকপোস্টের বিষয়টি সম্পন্ন হবে বলে সাংবাদিক সম্মেলনে পরিবহণ মন্ত্রী আশা প্রকাশ করেন।