চশমা বনাম টিশার্ট

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রধানমন্ত্রী মোদির দশ লাখি স্যুট , দেড় লাখ টাকা মূল্যের চশমা ফের জাতীয় রাজনীতির আলোচনায় উঠে এসেছে । এতদিন পর হঠাৎ করে কেনইবা আলোচনা শুরু হলো ? কারণটা অবশ্যই বিজেপি । কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি টিশার্টের দামকে নিশানা করে খোঁচা দিতেই , ফের পাল্টা হিসাবে উঠে আসে মোদির দশ লাখি স্যুট ও দেড় লাখি চশমার প্রসঙ্গ । একই সাথে শুরু হয়ে যায় কংগ্রেস বিজেপি দুই দলের বাকযুদ্ধ । শুধু তাই নয় , টুইটারেও রণংদেহি হয়ে উঠে দুই দল । সম্প্রতি কংগ্রেস দল ভারত জুড়ো পদযাত্রা শুরু করে । পদযাত্রায় তৃতীয় দিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাদা রঙের টি – শার্ট পরে পদযাত্রায় শামিল হয়েছিলেন । এরপর থেকেই রাহুল গান্ধীকে নিশানা করে তীব্র আক্রমণ শুরু করে বিজেপি ।

রাহুলকে নিয়ে মিম বানানো হয় । রাহুলের বহু মূল্য ওই টি – শার্ট নিয়ে ট্রোল করতে শুরু করে বিজেপির আইটি সেল । রাহুল গান্ধীর ওই টি – শার্টটি ছিল ‘ বারবেরি ’ । যা অত্যন্ত জনপ্রিয় মহার্ঘ ব্রিটিশ ব্র্যাণ্ড । যার মূল্য একচল্লিশ হাজারের বেশি বলে দাবি করে বিজেপি । এরপরই বিজেপি সরাসরি আক্রমণে নামে ।বসে থাকেনি কংগ্রেসও । তারাও পাল্টা আক্রমণে নেমে মোদির দেড় লাখি চশমা ও দশ লাখি স্যুট সহ ছবি পোস্ট করে বিজেপি নেতাদের স্মরণ করিয়ে দেয় । কংগ্রেস বলে , এগুলি ভুলে গেলে চলবে না কি ? যদি রাহুল গান্ধীর টি – শার্ট নিয়ে আলোচনা হয় , তাহলে মোদিজির চশমা ও স্যুট , অমিত শাহের মাফলার নিয়েও কথা উঠবে । আলোচনা করবেন নাকি ? বলে কংগ্রেসও একের পর এক আক্রমণ শানিয়ে চলেছে ।

কংগ্রেসের দাবি মোদির চশমা ‘ মেব্যাচ ’ । যার মূল্য দেড় লাখ টাকা । অমিত শাহ বারবারির মাফলার পরেন । যার মূল্য আশি হাজার টাকা । আলোচনা হলে এসব নিয়েও আলোচনা হোক । এখানেই থেমে থাকেনি কংগ্রেস । টুইটারে কংগ্রেসের তরফে বিজেপিকে কটাক্ষ করে বলা হয়েছে , ভারত জুড়ো যাত্রায় ভিড় দেখে এরা ভয় পেয়েছে । বেকারত্ব , মুদ্রাস্ফীতি এ ধরনের ইস্যু নিয়ে কথা বলুন । এসব গুরুত্বপূর্ণ ইস্যু থেকে দেশবাসীর নজর ঘুরিয়ে দিতেই পোশাক নিয়ে মেতেছে বিজেপি । তবে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে , কংগ্রেস এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ব্যর্থ নেতা ও গুরুত্বহীন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তকমা দেয় বিজেপি । অথচ রাহুল গান্ধীর যেকোনও বক্তব্য , কর্মসূচিকে সবথেকে বেশি গুরুত্ব দেয় সেই বিজেপিই ।

দলের মুখপাত্র থেকে সর্বোচ্চ নেতৃত্ব , সকলেই কিন্তু নিশানা করেন রাহুল গান্ধীকে এবং গান্ধী পরিবারকে । শনিবারও রাজস্থানে একটি কর্মসূচিতে গিয়ে বিজেপির শীর্ষনেতা অমিত শাহ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেই টার্গেট করেন । বলেন , ‘ রাহুল বাবা আপনি বিদেশি বহু মূল্যের টি – শার্ট পরে ভারতকে যুক্ত করবেন ? ভারতকে যুক্ত করতে দরকার ভারতীয়ত্ব অর্জন করা । আপনার মধ্যে সেই ভারতীয়ত্ব স্বাদেশিকতা কোথায় ? রাজনৈতিক মহলের দাবি , কংগ্রেসের ভারত জুড়ো যাত্রাকে প্রকাশ্যে গুরুত্বহীন বলে দাবি করলেও বিজেপি যে এই কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে তা তাদের আক্রমণের নমুনা দেখেই বোঝা যাচ্ছে । ২০২৪ সালের দিয়ে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই কংগ্রেস এই ভারত জুড়ো | কর্মসূচি গ্রহণ করেছে ।

যদিও কংগ্রেস দাবি করেছে , লোকসভা নির্বাচনের সাথে এর কোনও যোগ নেই । দেশকে একসূত্রে গাঁথতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে । ১৫০ দিনের কর্মসূচিতে ৩৫৭০ কিলোমিটার অতিক্রম করার লক্ষ্য নেওয়া হয়েছে । কন্যাকুমারী থেকে জম্মু ও কাশ্মীর পর্যন্ত এই যাত্রায় রাহুল গান্ধী সহ কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতা – নেত্রী অংশ নিয়েছেন । কিন্তু এই কর্মসূচিতে প্রকৃত অর্থেই গোটা দেশজুড়ে কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে কি না ? সেটা অবশ্য সময়েই জানা যাবে । তবে এই মুহূর্তে ‘ চশমা বনাম টি শার্ট ’ নিয়ে বিতর্ক বেশ জমজমাট হয়ে উঠেছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

27 mins ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

30 mins ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

3 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

3 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

3 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

3 hours ago