চাঁদাবাজি নিয়ে অভিযোগ পেয়েও নিষ্ক্রিয় পুলিশ!!
অনলাইন প্রতিনিধি :-রাজধানীতে চাঁদাবাজির তাণ্ডব চরমে উঠছে দিনের পর দিন। রেহাই নেই খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকার জনগণেরও। চাঁদাবাজি রোধে মুখ্যমন্ত্রীর আহ্বান এক প্রকার কলাপাতা বানিয়ে ছাড়ল পুজো আয়োজকরা। পুলিশের সদর্থক ভূমিকার অভাবে চাঁদাবাজের সামনে নতজানু হতে দেখা যাচ্ছে খোদ আরক্ষা প্রশাসনের লোকজনদের।রবিবার আপনজন ক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ইম্পেরিয়াল হাইটস ফ্ল্যাট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থানায় যে অভিযোগ জানায়, দুই দিন পরও কোনও ধরনের ভূমিকা নেই এডি নগর থানার। থানায় লিখিত অভিযোগের পরও থানার তরফে চরম উদাসীনতায় উদ্বিগ্ন ইম্পেরিয়াল হাইটস ফ্ল্যাটের আবাসিকরা। আর সাধারণ মানুষ চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার ভরসা হারাচ্ছেন পুলিশি নিষ্ক্রিয়তায়।