চাঁদের মাটিতে ১৪ দিন গবেষণা চালাবে ‘প্ৰজ্ঞান’।

 চাঁদের মাটিতে ১৪ দিন গবেষণা চালাবে ‘প্ৰজ্ঞান’।
এই খবর শেয়ার করুন (Share this news)

চাঁদের বুকে ল্যান্ডার বিক্রমের সফট ল্যান্ডিংয়ের পর এবার বিজ্ঞানীদের নজর রোভার প্রজ্ঞানের দিকে। চন্দ্রযান-২ মিশন অল্পের জন্য হাতছাড়া হলেও চন্দ্রযান-৩ মিশনে একশ শতাংশ সফল হবার পর এবার আগামী চৌদ্দদিন রোভার ‘প্রজ্ঞান’ তার কাজ করবে। রোভার প্রজ্ঞান একাধিক যন্ত্রপাতি নিয়ে চাঁদে নেমেছে। লক্ষ লক্ষ বছর ধরে চাঁদের ভূমিরূপ কীভাবে তৈরি হয়েছে, কোন্ কোন্ উপাদান দিয়ে চাঁদের মাটি তৈরি সে সমস্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য সংগ্ৰহ করবে প্রজ্ঞান এবং সেই বার্তা ইসরোর বিজ্ঞানীদের পাঠাবে প্রজ্ঞান। আগামী চৌদ্দদিন অর্থাৎ দুই সপ্তাহ ধরে স্পেকট্রোমিটার বিশ্লেষণের মাধ্যমে চাঁদের মাটিতে কোনও ধরনের খনিজ বস্তু আছে কিনা তা খুঁটিয়ে দেখবে প্রজ্ঞান। সেজন্য প্রজ্ঞানের সাথে রয়েছে যন্ত্রপাতি। যা দিয়ে সে চাঁদের বুকে চষে বেড়াবে আগামী চৌদ্দদিন।কেন এই তথ্য দেবে প্রজ্ঞান : চাঁদ নিয়ে গোটা বিশ্বেরই কৌতূহলের অন্ত নেই। বুধবার সন্ধ্যা ৬.০৪ মিনিটের মাহেন্দ্রক্ষণে ল্যান্ডার বিক্রম যখন চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করলো সেসময়ই ভারতের কাছে ইতিহাসের হাতছানি। এবার প্রজ্ঞান যে সমস্ত তথ্য ইসরোর বিজ্ঞানীদের কাছে পাঠাবে তাতে বিজ্ঞানীরা চাঁদ নিয়ে ভবিষ্যতে আরও গবেষণা করবেন। চাঁদের অনাবিষ্কৃত দিক হচ্ছে চাঁদের এই দক্ষিণ মেরু। এই দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসাবে বুধবার পা রেখেছে ভারত। যদি ভবিষ্যতে গবেষণা এবং সম্পদের নিরিখে চাঁদের এই এলাকা স্থান পায় তাহলে নিঃসন্দেহে এর কৃতিত্বের দাবিদার ভারতীয় বিজ্ঞানীরা। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় চন্দ্রযান চেপে চাঁদ অভিযানে যে ল্যান্ডার পাঠানো হয়েছিলো এর সফল অবতরণের পর এর পেট চিরে বের হয় রোভার প্রজ্ঞান। অনেকটা বিমানের সিঁড়ির মতো ল্যান্ডারের পেট চিরে বের হয় প্রজ্ঞান। তার চাকা চয়টি। প্রতি সেকেন্ডে সে এক সেমি পথ পাড়ি দেবে। চাঁদের মাটিতে সে পুঁতে দেবে ভারতীয় পতাকা এবং ইসরোর লোগো।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.