Categories: বিজ্ঞান

চাঁদে ঘাঁটি বানাতে শক্তির উৎস তৈরি করছেন বিজ্ঞানীরা।

এই খবর শেয়ার করুন (Share this news)

পৃথিবীর প্রথম দেশ হিসাবে ভারতের চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরু জয় করে এসেছে। ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে রোভার প্রজ্ঞান চাঁদের প্রচুর ছবি 3 তথ্য পাঠিয়েছে।এদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বাধীন ‘আর্টেমিস প্রোগ্রাম’-এ দাবি করা হচ্ছে,২০৩০ সালের মধ্যেই মার্কিন নভশ্চরেরা চাঁদে ঘাঁটি তৈরি করবে। কিন্তু তা কি আদৌ সম্ভব? ওয়েলসের ব্যাঙ্গর ইউনিভার্সিটির বিজ্ঞানীরা শুরু করে দিয়েছেন গবেষণা। বিজ্ঞানীরা চাঁদে, দীর্ঘস্থায়ী ভাবে মানুষের বসতি কায়েম করতে শক্তির উৎস তৈরির চেষ্টা করছেন। ব্যাঙ্গর বিশ্ববিদ্যালয় চাঁদের বুকে জীবনধারণের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করতে ইতিমধ্যে পারমাণবিক জ্বালানি কোষের নকশা তৈরি করে ফেলেছে। এগুলির আকার হবে খুবই ছোট, পোস্তদানার মতো। ব্যাঙ্গর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইমন মিডলবার্গ (ছবিতে ডান দিকে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলছেন, “আমাদের কাজটা খুবই চ্যালেঞ্জিং ছিল, তবে বেশ মজারও ছিল। চাঁদকে জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ মঙ্গলগ্রহের প্রবেশপথ হিসেবে দেখেন আধুনিক প্রযুক্তির জন্য প্রয়োজনীয় অনেক মূল্যবান খনিজ সম্পদ রয়েছে চাঁদে।আশা করা হচ্ছে যে, দূরের অন্যান্য গ্রহে পৌঁছানোর জন্য চাঁদকে আগামী দিনে একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করা যাবে। ব্যাঙ্গর ইউনিভার্সিটির নিউক্লিয়ার ফিউচারস ইনস্টিটিউটের গবেষণাগারের কাজ দেখার জন্য বিশেষভাবে সুযোগ দেওয়া হয়েছিল সংবাদমাধ্যম বিবিসিকে।তারা জানিয়েছে, ব্যাঙ্গরের গবেষক দলটি জ্বালানি সংক্রান্ত উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বে নেতৃস্থানীয়। তারা রোলস রয়েস, ইউকে স্পেস এজেন্সি এবং যুক্তরাষ্ট্রে নাসা ও লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির মতো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। অধ্যাপক মিডলবার্গ জানান, আগামী কয়েক মাসের মধ্যে তারা পারমাণবিক জ্বালানির পূর্ণাঙ্গ পরীক্ষা চালানোর আশা করছেন। চাঁদে, বিশেষত দক্ষিণ মেরুর কিছু অংশে তাপমাত্রা বিস্ময়কর পর্যায়ের নিচে নেমে আসে, মাইনাস ২৪৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। কারণ চাঁদের পৃষ্ঠকে উষ্ণ রাখার মতো সেখানে বায়ুমণ্ডল নেই। ব্যাঙ্গরের বিজ্ঞানীদের কাজ হল, চাঁদের বুকে জীবনধারণের জন্য জ্বালানি ও তাপ উৎপাদনের নতুন উপায় আবিষ্কার করা।
গবেষকরা ‘ট্রাইসোফুয়েল’ নামের ক্ষুদ্র পারমাণবিক জ্বালানি কোষ পরীক্ষার জন্য তাদের অংশীদারদের কাছে পাঠিয়েছেন। এই ট্রাইসোফুয়েল সেল রোলস য়েসের তৈরি একটি মাইক্রো নিউক্লিয়ার জেনারেটর চালানোর জন্য ব্যবহার রা হতে পারে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

43 mins ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

2 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

2 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

2 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

2 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

2 hours ago