নতুন কীর্তি স্থাপন করলেন চিনা বিজ্ঞানীরা । এই প্রথম চিনা বিজ্ঞানীরা চাঁদে একটি নতুন খনিজ আবিষ্কার করেছেন । এই সূত্রে চিন বিশ্বের তৃতীয় দেশ যারা চন্দ্র গবেষণায় মৌলিক কিছু আবিষ্কার করলেন । শুক্রবার চিনা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন । চিনের পরমাণু শক্তি কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান ডংবা ওটং এদিন এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন , ‘ নতুন খনিজটির নাম দেওয়া হয়েছে চেঞ্জসাইট – ওয়াই । তিনি জানান , চাঁদে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে গঠিত বেসাল্ট নামক শিলার কণাতে পাওয়া স্ফটিকগুলিতে চেঞ্জসাইট ওয়াই পাওয়া গেছে । এটি একটি ফসফেট খনিজ । চিনের সরকারী সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের মতে , বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইউরেনিয়ান জিওলজির বিজ্ঞানীরা এক্স – রে ডিফ্র্যাকশনের মতো উচ্চ প্রযুক্তির কৌশল ব্যবহার করে ১৪০,০০০ চন্দ্র – কণা থেকে প্রায় ১০ মাইক্রন ব্যাসার্ধের একটি স্ফটিককণাকে বিচ্ছিন্ন করে সেটির ব্যাখ্যা করেছেন । ইন্টারন্যাশনাল মিনারেল অ্যাসোসিয়েশন ( আইএমএ ) নতুন খনিজের আবিষ্কার , নামকরণ এবং শ্রেণিবিন্যাস কমিশন ( সিএনএমএনসি ) এই নতুন খনিজ , আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে . এবং এর নামকরণের বিষয়টি নিশ্চিত , করেছে । এটি চাঁদে মানুষের আবিষ্কৃত ষষ্ঠ খনিজ । মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পর চিন তৃতীয় দেশ যারা চাঁদে নতুন খনিজের অস্তিত্ব আবিষ্কার করল । ২০২০ সালে চিনের ‘ চেইঞ্জ – ফাইভ ’ মিশনের মাধ্যমে প্রায় ১৭৩১ গ্রাম ওজনের নমুনাগুলি চাঁদ থেকে পৃথিবীতে আনা হয়েছিল । এটি গত ৪০ বছরের মধ্যে চাঁদের প্রথম খনিজ – নমুনা ।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…