Categories: খেলা

চাঁদে ভারত, গর্বিত সৌরভ।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- বুধবার চাঁদ ছুঁয়েছে ভারত। বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারতের চন্দ্রযান। স্বাভাবিক ভাবে দিনটি সমগ্র ভারতবাসী কাছে বেশ গর্বের। এই তালিকায় রয়েছেন ভারত তথা বাংলার কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বুধবার সোশ্যাল মিডিয়ায় ইসরোকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি। আর এদিনও উঠে এলে সেই প্রসঙ্গ। ঠিক কতটা আনন্দ পেয়েছেন সৌরভ? বিশ্বকাপ জয়ের মতো ব্যাপার কি? একগাল হাসি মহারাজের মুখে। তারপর ঘাড় নেড়ে বললেন, ‘না না। এভাবে তুলনা করা যায় না। এটা সম্পূর্ণ আলাদা বিষয়। আমি একজন ভারতীয় হিসাবে গর্বিত। এর সঙ্গে কোনও কিছুর তুলনা করতে চাই না। দাবা বিশ্বকাপের ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন বিরদ্ধে হাড্ডাহাড্ডি লড়েও শেষ পর্যন্ত ট্রাইবেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় রমেশবাবু প্রজ্ঞানন্দর। আর খবরটি অজানা নয় সৌরভের কাছেও। তিনি বলেন, ‘আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি না। তবে এই বয়সে ওর যা পারফরম্যান্স, যতটুকু অ্যাচিভমেন্ট তা সত্যিই প্রশংসনীয়।প্রজ্ঞাকে অভিনন্দন।এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন এবং রিস্টস্পিনার যজুবেন্দ্র চাহাল দলে থাকায় ক্ষুব্ধ হয়েছেন বেশ কিছু প্রাক্তনী। তবে সৌরভ পরিষ্কার বললেন, “তিনটে স্পিনারকে দলে নেওয়া হয়েছে। পাঁচজন পেসার রয়েছে। তাছাড়া বিশ্বকাপের মাত্র ১৫ জনকে স্কোয়াডে রাখা যাবে। তাই সবাই সুযোগ পাবে, এটা তো হয় না। সাইকেল পিওর আগরবাতির ৭৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার শহরের এক পাঁচতার হোটেলে এসেছিলেন সৌরভ। এই অনুষ্ঠানেই দেশের প্রাক্তন অধিনায়ককে প্রশ্ন করা হয়, আপনি কি মনে করেন এই মুহূর্তে এটাই ভারতের সেরা পেস আক্রমণ? সৌরভের চটজলদি উত্তর, ‘অবশ্যই। একদমই তাই।’ এশিয়া কাপে ঘোষিত ভারতীয় দল খুব শক্তিশালী বলেও মন্তব্য করেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। আর চাহালের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘ব্যাটিংয়ে দক্ষতার জন্যই চাহালের পরিবর্তে অক্ষর প্যাটেলকে দলে নেওয়া হয়েছে। আমার মনে হয় এটা ভালো নির্বাচন। চলতি বছরের বেশ কয়েকবার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। এশিয়া কাপ এবং বিশ্বকাপে দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ। ক্রিকেটের সব থেকে হাইভোল্টেজ মহারণ নিয়ে মহারাজের বিশ্লেষণ, ‘দুটো দলই খুব ভালো। পাকিস্তানেরর বোলিং আক্রমণ দারুণ। ভারতও শক্তিশালী দল। তবে ম্যাচের দিন যে ভালো খেলবে, সেই জিতবে। এত আগে থেকে ম্যাচের ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়। বিশ্বকাপের জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে সিএবি। এই কমিটিতে রয়েছেন সৌরভও।এই বিষয়ে তিনি বলেন, ‘আমি শুনেছি আমাকে রাখা হয়েছে কমিটিতে। যা কাজে লাগবে আমি করে দেব, অসুবিধা নেই কোনও।’ পাশাপাশি আয়ারল্যাণ্ড সফরে যসপ্রীত বুমরার ফিটনেস বা বোলিং যে মনে ধরেছে তাঁর, সেটাও জানিয়ে গেলেন সৌরভ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

19 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

19 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago