চাকরিচ্যুতদের উপর লাঠিচার্জ জলকামান , রণক্ষেত্র রাজধানী

এই খবর শেয়ার করুন (Share this news)

১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের বিধানসভা অভিযান ঘিরে রণক্ষেত্রের রূপ নিলো রাজ্যের রাজধানী শহর আগরতলা । অভিযোগ , পুলিশ অকারণে বিধানসভা অভিযানকারী শিক্ষক শিক্ষিকাদের উপর হামলে পড়েছে । আন্দোলন দমনে জলকামান , লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়েছে । পুলিশ সূত্রে অবশ্য দাবি করা হয়েছে , পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সামান্য কঠোর হতে হয়েছে । সোমবার রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে চাকরির স্থায়ী সমাধানের দাবিতে বিধানসভা অভিযান শুরু হয় । এরপর ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের মিছিল শহরের বিভিন্ন পথপরিক্রমা করে সার্কিট হাউস এলাকায় আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে । কারণ এই স্থানেই শিক্ষক শিক্ষিকাদের আটকে দেয় পুলিশ প্রশাসন ।

পুলিশের বাধা টপকে এগিয়ে যাওয়ারও চেষ্টা হয় । কিন্তু পুলিশ প্রশাসনের কঠোর মনোভাবের জন্য মহিলা শিক্ষিকারা পর্যন্ত আহত হন । এদিকে , আহত শিক্ষক কমল দেব , বিজয় কৃষ্ণ সাহা , ডালিয়া দাশ , অজয় দেববর্মা , অমূল্য দেববর্মার অভিযোগ এ দিন পুলিশ প্রশাসনের হামলার জন্য ৩৫ জন মহিলা শিক্ষক সহ প্রায় ৮৫ জন শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন । সরকারের প্রতিশ্রুতি ছিল ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের বিকল্প সরকারী চাকরি প্রদান করা হবে । ২০২০ সালের মার্চ মাস থেকে ন্যূনতম আয় – উপার্জন নেই । এখন পর্যন্ত মানসিক অবসাদে ১৩৯ জন শিক্ষক শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন । কিন্তু প্রতিশ্রুতি পূরণ হলো না । উল্টো এখন চাকরির দাবি করলেই শিক্ষক শিক্ষিকাদের লাঠিপেটা করছে রাজ্যের পুলিশ প্রশাসন । সরকারের অমানবিক আচরণের জন্য পরিবার নিয়ে শিক্ষক শিক্ষিকারা এখন রাজপথে ।

এদিকে , আহত শিক্ষক শিক্ষিকাদের হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন বিরোধী দলনেতা মানিক সরকার , রতন ভৌমিক , নির্মল বিশ্বাস সহ সিপিএম নেতৃত্ব । বিধায়ক সুদীপ রায় বর্মণ , আশিস কুমার সাহা , রামু দাস সহ কংগ্রেস নেতৃত্বও হাসপাতালে গিয়ে শিক্ষকদের খোঁজ নেন । দুই বিরোধীদলের তরফেই এই ঘটনার তীব্র নিন্দা এবং সরকারের কড়া সমালোচনা করা হয়েছে । ত্রিপুরা কলেজ শিক্ষক সমিতি , ত্রিপুরা সরকারী শিক্ষক সমিতিও(এইচবি রোড) ঘটনার তীব্র নিন্দা করেছে।

এদিকে , ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনার তীব্র নিন্দা জানান । অন্যদিকে , ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা জানান , আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ১০ টা ৩০ মি . মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা মহাকরণে তাদের সাথে সাক্ষাৎ করার সম্মতি প্রকাশ করেছেন । এ দিন বিরোধী দলনেতাও মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষকদের সাথে সাক্ষাতের জন্য অনুরোধ করেছিলেন । জানা গেছে , এ দিন পুলিশের একাংশর অতিসক্রিয়তার জন্য দুই সাংবাদিকও আহত হন । তবে এ দিনও বিধানসভায় ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে সরকার ইতিবাচক বলে পুনরায় আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

20 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

21 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

22 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

22 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

22 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

23 hours ago