চাকরি নিয়ে ক্ষোভ, তালা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে!!
অনলাইন প্রতিনিধিঃ- একের পর এক চাকরির অফার নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে বিলোনিয়া শাসক বিজেপি দলের কর্মী থেকে কার্যকর্তারা। অভিযোগ, টাকার বিনিময়ে নাকি চলছে চাকরি। যে যত বেশি দেবে , তার ঘরে ঢুকে যাচ্ছে চাকরির অফার। কান পাতলে এমনই শুনা যাচ্ছে বিলোনিয়া মহাকুমা জুড়ে। বিলোনিয়া পৌরপরিষদে সাতজনের চাকরির অফার বন্টনকে কেন্দ্র করে তোলপাড় শেষ হতে না হতেই, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাকরি অফারকে কেন্দ্র করে শোরগোল বিলোনিয়াতে। বিলোনিয়া মন্ডল সভাপতি এবং ভারতচন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের ইশারায় নাকি অঙ্গনওয়াড়ী চাকরির অফার গুলি বাঁকা পথে দিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগ অন্য কারোর নয়, খোদ শাসক দলের কর্মীদের।সেই ক্ষোভে সোমবার বৃষ্টিকে উপেক্ষা করে দলীয় কর্মী ও কার্যকর্তারা একাট্টা হয়ে তালা ঝুলিয়ে দিলো বিলোনিয়া মনুরমুখ এলাকার আমতলী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই ব্যপারে দলীয় কর্মী ও কার্যকর্গারা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের হস্তক্ষেপ দাবি করেছেন।