চাকরি বাতিল ৭৩ জন ফা

এই খবর শেয়ার করুন (Share this news)

১০,৩২৩- এর পর এবার এসসি, এসটি সংরক্ষণ নীতি ও আইন লঙ্ঘন করে চাকরি দেওয়ায় স্বাস্থ্য দপ্তরে ৭৩ জন অ্যালোপ্যাথিক ফার্মাসিস্টের চাকরি বাতিল হলো। একই সাথে এসটিজিটি (শিক্ষক) নিয়োগেও রাজ্যের ঘোষিত সংরক্ষণ নীতি ও আইন মেনে চাকরি প্রদান করতে হবে। সোমবার উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ এবং বিচারপতি এসজি চট্টোপাধ্যায়কে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। রায় ঘোষণার পরই বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।উল্লেখ্য, ২০১৩ সালে ৭৩টি পদে অ্যালোপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।এই ৭৩টি পদের মধ্যে ইউআর ছিল ১৩টি, এসটি ৫৩টি এবং এসসি ৭টি পদ ছিলো। বিজ্ঞাপন মোতাবেক নিয়োগ প্রক্রিয়া চলে।পরীক্ষা হয়।২০১৫ সালে তৎকালীন বাম সরকার ৭৩টি ফার্মাসিস্ট পদের জন্য সিলেকশন লিস্ট প্রকাশ করে । সেই সিলেকশন লিস্ট মোতাবেক ৭৩জন ফার্মাসিস্ট নিয়োগ করা হয়। ২০১৫ সাল থেকেই তারা চাকরি করছে।এই সিলেকশন লিস্টকে চ্যালেঞ্জ জানিয়ে ২০১৫ সালে উচ্চ আদালতে মামলা দায়ের হয়। তৎকালীন বিচারপতি এস তলাপাত্র ২০২০ সালে মামলাটি খারিজ করে দেন। বিচারপতি শ্রীতলাপাত্রের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে পরবর্তী সময় ডিভিশন বেঞ্চে দুটি রিট আপিল মামলা দায়ের করা হয়।মামলা নম্বর ৪৫৮ এবং ৪৬০। রিট আপিলে একই বিষয় উত্থাপন করে বলা হয়, রাজ্য সরকার এসটি, এসসি সংরক্ষণ নীতি ও আইনকে লঙ্ঘন করে চাকরি প্রদান করেছে। রাজ্যে ৩১ শতাংশ এসটি এবং ১৭ শতাংশ এসসি-দের জন্য সংরক্ষণের আইন রয়েছে। কিন্তু রাজ্য সরকার ফার্মাসিস্ট নিয়োগে সেই আইন মানেনি। ফার্মাসিস্ট নিয়োগে দেখা গেছে সরকার প্রায় ৮৪ শতাংশ পদ সংরক্ষণের আওতায় নিয়ে গেছে।শুধু তাই নয়, সংরক্ষণ আইনের রুল ৮ এবং সাব-রুল ৮ ধারাও লঙ্ঘন করেছে। এই ধারায় স্পষ্ট বলা আছে ব্যাকলগ পূরণ করার ক্ষেত্রেও এক বছরের বেশি পুরানো পদ পূরণ করা যাবে না। এই ক্ষেত্রেও দেখা গেছে পূর্বতন সরকার ২০১০, ২০১২ এবং ২০১৩ সালের ব্যাকলগ টেনেছে। এখানেই শেষ নয়, সংরক্ষণের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে সুস্পষ্ট নির্দেশ রয়েছে, সেই নির্দেশও অমান্য করেছে তৎকালীন সরকার। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে পঞ্চাশ শতাংশের উপর সংরক্ষণ থাকতে পারবে না। এই ক্ষেত্রে ৮৪ শতাংশ সংরক্ষণ ছিল।ডিভিশন বেঞ্চে এই নিয়ে দীর্ঘ শুনানি চলে। শুনানি শেষে সোমবার দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করেছে। রায়ে ২০১৫ সালে ফার্মাসিস্ট নিয়োগের যে সিলেকশন লিস্ট প্রকাশ করা হয়েছিল, উচ্চ আদালত সেই লিস্ট বাতিল করে দিয়েছে। রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে সংরক্ষণ নীতি ও আইন মেনে নতুন করে সিলেকশন লিস্ট তৈরি করে চাকরি প্রদান করতে। এই ক্ষেত্রে মেরিট লিস্ট এবং পরীক্ষার নম্বর সবই ঠিক থাকবে। আদালতের এই নির্দেশের ফলে ৭৩টি পদে আগে যেখানে ইউআর ছিল ১৩টি, এখন সেটা বেড়ে হবে ৩৮টি। এসটি সংরক্ষণ ছিল ৫৩টি, এখন সেটা কমে হবে ২৩টি। এসসি সংরক্ষণ ছিল ৭টি, এখন সেটা বেড়ে হবে ১২টি। এই মামলায় আবেদনকারীদের পক্ষে মামলা লড়েছেন বরিষ্ঠ আইনজীবী শমীক দেব।একইভাবে রাজ্য শিক্ষা দপ্তরে ২৩০টি স্নাতক শিক্ষক (নবম-দশম) পদ পূরণের জন্য টিআরবিটি গত ১৫ জুলাই, ২০২২ ইং বিজ্ঞপ্তি জারি করে। এই বিজ্ঞপ্তিতে ২৩০টি পদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ২৯টি পদ, এসসি প্রার্থীদের জন্য ২৯টি এবং এসটি প্রার্থীদের জন্য ১৭২টি পদ সংরক্ষিত রাখে। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে সংরক্ষণ নীতিকে লঙ্ঘনের অভিযোগ তুলে উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় আদালত অন্তর্বর্তী আদেশ দিয়ে পরীক্ষা গ্রহণের অনুমতি দিলেও ফলাফল প্রকাশে স্থগিতাদেশ দিয়েছিল। সোমবার বিচারপতি অরিন্দম লোধ ও বিচারপতি এসজি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে রায় ঘোষণা করেছে। রায়ে বলেছেন, এসটি, এসসিদের সংরক্ষণ কোনওভাবেই মোট পদের ৫০ শতাংশের অতিরিক্ত হতে পারবে না।উক্ত রিট মামলায় সওয়াল করতে গিয়ে বলা হয়, এসসি প্রার্থীদের জন্য সতেরো শতাংশ এবং এসটি প্রার্থীদের জন্য তেত্রিশ শতাংশ সংরক্ষণ সংবিধান অনুমোদিত এবং ত্রিপুরা এসসি ও এসটি রিজার্ভেশন অ্যাক্ট ১৯৯১ ও বিধি ১৯৯২ অনুমোদিত। এর অতিরিক্ত সংরক্ষণ সংবিধানের ১৪, ১৫ ও ১৬(ক) ধারা বিরোধী এবং অ্যাক্ট ১৯৯১ ও বিধি ১৯৯২ বিরোধী। এসসি, এসটিদের জন্য সংরক্ষিত পদ পূর্বে অপুরিত ছিল বিধায় পূর্বের জের টেনেও কোনওভাবেই সংরক্ষণ পঞ্চাশ শতাংশের সীমারেখা লঙ্ঘন করতে পারবে না। উক্ত রিট মামলায় আবেদনকারীদের পক্ষে মামলা লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, আইনজীবী কৌশিক নাথ। আদালত বান্ধব হিসাবে উক্ত মামলায় নিযুক্ত করা হয়েছিল বরিষ্ঠ আইনজীবী শমীক দেব ও তাপস দত্ত মজুমদারকে।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

18 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

18 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

18 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

18 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago