চানু ও জেরেমির পর ভারোত্তলনে ভারতকে তৃতীয় সোনা অচিন্তর

 চানু ও জেরেমির পর ভারোত্তলনে ভারতকে তৃতীয় সোনা অচিন্তর
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃ চলতি কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে ভারতের ঝুলিতে তৃতীয় স্বর্ণপদক। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে এখন পর্যন্ত মোট ছয়টি পদক জিতেছে ভারত। এবং এই ছয়টি পদকই এসেছে ভারোত্তোলন থেকে।
শনিবার মেয়েদের ৪৯ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন মীরাবাই চানু। মেয়েদের ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন বিন্দিয়ারানি দেবী। ছেলেদের ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন সঙ্কেত সরগর। ছেলেদের ৬১ কেজি বিভাগে রুপো জেতেন গুরুরাজা পুজারি। ছেলেদের ৬৭ কেজি বিভাগে সোনা জিতলেন জেরেমি লালরিনুঙ্গা এবং পুরুষদের ৭৩ কেজি বিভাগে রেকর্ড গড়ে সোনা জয় করলেন বাংলার ছেলে অচিন্ত শিউলি। তিনি চলতি কমনওয়েলথ গেমসে প্রথম বাঙালি স্বর্ণপদক জয়ী। প্রথমে স্ন্যাচে ১৪৩ কেজি ,এবং পরে ক্লিন ও জার্ক-এ ১৭০ কেজি ওজন তোলেন অচিন্ত্য ,সব মিলিয়ে ৩১৩ কেজি। যা কমনওয়েলথ গেমসের রেকর্ড।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.