চাপে গান্ধী পরিবার!

এই খবর শেয়ার করুন (Share this news)

নানা জল্পনা – কল্পনার পর শতবর্ষ প্রাচীন কংগ্রেস দলের শীর্ষপদে নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হয়েছে। সূচি অনুযায়ী আগামী ১৭অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা । এখন এই নির্বাচনকে কেন্দ্ৰ করেই সোনিয়া গান্ধী , রাহুল গান্ধীর মাথাব্যথা বেড়েছে কয়েকগুণ । কাশ্মীর থেকে কেরল , সর্বত্র বেসুর শোনা যাচ্ছে । সক্রিয় হয়ে উঠেছে কংগ্রেসের ‘ জি -২৩ ’ বলে খ্যাত বিক্ষুব্ধ গোষ্ঠী । এই গোষ্ঠীর নেতাদের মধ্যে অন্যতম বরিষ্ঠ নেতা গুলাম নবি আজাদ ক’দিন আগে দলই ছেড়ে দিয়েছেন । দল ছাড়ার পর থেকে তিনি গান্ধী পরিবারের বিরুদ্ধে লাগাতর তোপ দেগে চলেছেন ।

একেবারে কোনও রাখঢাক না রেখে , সরাসরি রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হয়েছেন । প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধীর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নিয়ে । এখানেই থেমে থাকেননি গুলাম নবি আজাদ । তাকে নিশানা করায় পাল্টা জবাব দিতে গিয়ে বলেন , গোটা দেশজুড়ে কংগ্রেস দলকে শেষ করে দেওয়ার জন্য অন্য কোনও দল বা নেতা – নেত্রীর প্রয়োজন নেই । একজনই যথেষ্ট । আজাদের তির যে রাহুল গান্ধীকেই নিশানা করেছে , তা আর বলার অপেক্ষা রাখে না । আজাদ আরও বলেছেন , গান্ধী পরিবারের বাইরেও যদি কেউ দলের সভাপতি হন , তাহলেও সকলেই জানে যে , তিনি হবেন গান্ধী পরিবারের নিছক ফাইল বাহক ।

আরও স্পষ্ট করে বললে গান্ধী পরিবারের তল্পিবাহক । যিনি গান্ধী পরিবারের কথায় উঠবেন , গান্ধী পরিবারের কথায় বসবেন । ফলে সভাপতি মনোনয়ন স্রেফ একটা লোকদেখানো তামাশা। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে , কাশ্মীর উপত্যকার পোড়খাওয়া নেতা গুলাম নবি আজাদ ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে , তিনি একা নন । তার সাথে আরও অনেকেই আছে । অর্থাৎ লাইনটা বেশ দীর্ঘই বলা যায় । কেননা , ইতিমধ্যে কাশ্মীরে কংগ্রেস দল ছেড়েছে ৬৪ জন নেতা । যাদের মধ্যে হেভিওয়েট নেতা ও প্রাক্তন মন্ত্রীরাও আছেন । যারা কাশ্মীরে প্রভাবশালী বলেই পরিচিত । এরা সকলেই গুলাম নবিকে প্রকাশ্যে সমর্থন করেছেন ।

মোদ্দাকথা বার্তাটা পরিষ্কার । আজাদের একের পর এক তোপের মধ্যেই দক্ষিণের রাজ্য কেরল থেকে বেজে উঠেছে অন্য সুর। কংগ্রেসের প্রথম সারির নেতা তথা তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুরের মুখে উল্টো সুর শোনা যাচ্ছে । কংগ্রেসের শীর্ষ পদে নির্বাচন নিয়ে একটি পত্রিকায় বিস্ফোরক নিবন্ধ লিখে জল্পনা আরও উস্‌কে দিয়েছেন । তিনি লিখেছেন , কংগ্রেসের সভাপতি মনোনয়নে নির্বাচন হওয়া দলের পক্ষে ভালো । গণতন্ত্রের জন্য এবং দলের মনোবল বাড়ানোর ক্ষেত্রেও নির্বাচন হওয়া জরুরি । গান্ধী পরিবারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া উচিত যে , সভাপতি মনোনয়ন নিয়ে তাদের প্রকৃত অবস্থান কী ?

রাহুল গান্ধী বলেছেন যে , গান্ধী পরিবারের বাইরে থেকে কেউ হোন । কিন্তু সেই প্রক্রিয়াটি কী ? সেটা নিয়ে তারা কোনও স্পষ্টীকরণ দিচ্ছে না । স্বাভাবিকভাবেই খেলা জমে উঠেছে । এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে , আদৌ কি কংগ্রেসের শীর্ষপদে শেষ পর্যন্ত নির্বাচন হবে ? যদি সত্যিই হয় , সেটা হবে দীর্ঘ বাইশ বছর পর । এর আগে ২০০০ সালে সোনিয়া গান্ধীকে চ্যালেঞ্জ জানিয়ে জিতেন্দ্র প্রসাদ হেরে গিয়েছিলেন । তার আগে ১৯৯৭ সালে সীতারাম কেশরী সভাপতি নির্বাচনে শারদ পাওয়ার , রাজেশ পাইলটকে হারিয়ে সভাপতি হয়েছিলেন । এখন দেখার শেষ পর্যন্ত কী হয় । তল্পিবাহক সভাপতি নাকি অন্য কেউ ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

12 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

12 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

1 day ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

2 days ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago