চারদিন ধরে টিভিতে বন্ধ পে-চ্যানেল, দুর্ভোগ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

সারা দেশের সাথে রাজ্যেও প্রায় নব্বই শতাংশ কেবল টিভিতে পেচ্যানেলগুলি বন্ধ। রাজ্যের নব্বই শতাংশ গ্রাহক শনিবার সকাল এগারটা থেকে আচমকা টিভিতে কোনও পে চ্যানেল দেখতে পারছেন না। বিশেষ করে স্টার, সোনি এবং জি, এই তিনটি পে চ্যানেলের কোনও অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে না। পুরোপুরি বন্ধ এই তিনটি পে চ্যানেল ৷ ব্রডকাস্টিং সংস্থাগুলোর সাথে দেশের বড় বড় এমএসও (মাল্টিপল সিস্টেম অপারেটর) গুলির বিরোধের জেরেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ট্রাই-এর নয়া মাশুল নির্দেশিকা কার্যকর করতে গিয়েই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ট্রাই-এর নির্দেশ ছিলো ১ ফেব্রুয়ারীর মধ্যে ব্রডকাস্টিং সংস্থাগুলোকে নয়া মাশুল কার্যকর করার জন্য চুক্তি করতে হবে। সেই মতো ব্রডকাস্টিং সংস্থাগুলো দেশের সমস্ত এমএসও-গুলিকে বলে চুক্তি স্বাক্ষর করার জন্য। ১ এপ্রিল থেকে পেচ্যানেলগুলির নয়া মাশুল কার্যকর হবে। কিন্তু এতে আপত্তি জানায় দেশের বড় বড় এমএসওগুলি তাদের বক্তব্য, নয়া মাশুল আইন কার্যকর করা হলে পেচ্যানেলগুলির মাশুল আগের চাইতে অনেক বেড়ে যাবে। এর প্রভাব পড়বে সাধারণ গ্রাহকদের উপর। শুধু তাই নয়, মাশুল বৃদ্ধির প্রভাব পড়বে এমএসও এবং কেবল অপারেটরদের উপরেও দেশের বড় এম এসও গুলি মাশুল বৃদ্ধির বিপক্ষে। তাই তারা চুক্তিতে স্বাক্ষর করেনি। যে কারণে ব্রডকাস্টিং সংস্থাগুলো এমএসওগুলির উপর চাপ সৃষ্টি করতে গত শনিবার থেকে পরিষেবা বন্ধ করে রাখে। এর প্রতিবাদ জানিয়ে দেশের বড় বড় এমএসওগুলি একাধিক রাজ্যে হাইকোর্ট গুলিতে মামলা দায়ের করে। সেই মামলার এখনও শুনানি চলছে। এখন আদালতের রায়ের উপর নির্ভর করে আছে পে-চ্যানেলগুলির পরিষেবা আগামীদিনে গ্রাহকরা পাবেন কি না । এই পরিস্থিতিতে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন স্থানীয় কেবল অপারেটররা। আচমকা পে চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে অপারেটরদের দ্বারস্থ হচ্ছে। অথচ অপারেটররা কোনো সদুত্তর দিতে পারছে না। বয়স্ক নাগরিকরা যারা টিভিতে নানা রকম বিনোদনমূলক অনুষ্ঠান দেখে সময় কাটান, তারাও বড় ধরনের সমস্যায় পড়েছেন। খেলাধুলা থেকে শুরু করে যাবতীয় সিরিয়ালগুলিও দেখতে পারছেন না। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে কেউ বলতে পারছে না। শুধু তাই নয়, এই অচলাবস্থার কারণে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

11 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

11 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

11 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

11 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

1 day ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

1 day ago