উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি ব্যক্ত করেছে বিজেপি । একই সঙ্গে ভোটগ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িত অভিনন্দন সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছে পদ্মশিবির । বৃহস্পতিবার বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলনে শাসক দলের রাজ্য সহসভাপতি রাজীব ভট্টাচার্য বলেছেন , চারটি বিধানসভা কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট হয়েছে । মানুষ দৃঢ়তার সাথে ঘর থেকে বেরিয়ে এসে ভোটদান করেছেন । শ্রীভট্টাচার্য বলেন , ভোটগ্রহণ পর্বে নির্বাচন কমিশন , আরক্ষা প্রশাসন সহ সবার ভূমিকা ছিল সদর্থক । যার প্রেক্ষিতে শাসক দল সবাইকে কুর্নিশ জানিয়েছে । প্রদেশ বিজেপি সহ সভাপতি বলেন , কংগ্রেস – সিপিএম মিলিতভাবে প্ররোচনা দিয়েছিল ।
তাদের দলের কর্মীরা তাদের প্ররোচনার ফাঁদে পা দেননি । এরা ধৈর্য্য নিয়ে গোটা পরিস্থিতি সামলেছে বলে শ্রীভট্টাচার্য দলের কর্মীদের বাহবা দেন । তিনি বলেন , সিপিএম কংগ্রেসের মিলিত প্ররোচনা এবং নাটক সত্ত্বেও চারটি বিধানসভা আসনেই ন বিজেপি প্রার্থীরা জয় পাবেন । এদিন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন , ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে তাদের কর্মী সমর্থকদের উপর অস্ত্র নিয়ে হামলার পরিকল্পনা করা হয় । পুলিশ ওই সব অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে । এদিন ভোটারদের বাধাদান সাংবাদিকের উপর আক্রমণের ঘটনার প্রেক্ষিতে শ্রীভট্টাচার্য বলেন , তারা এসব ঘটনাগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন । সুরমার কিছু ঘটনা নিয়েও শ্রীভট্টাচার্য উষ্মা ব্যক্ত করেন । তিনি বলেন , সুরমার জনজাতি মহল্লায় তাদের দলের ছয়জন কর্মীকে আহত করেছে । ভোট গ্রহণপর্বের শেষ মুহূর্তে ওইসব ঘটনা ঘটানো হয়েছে । সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক পাপিয়া দত্তও ছিলেন ।
মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…
কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…
অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…
অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…
মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…
অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…