অনলাইন প্রতিনিধি :-চার বছর ধরে পদোন্নতি ফাইলবন্দি। যদিও ইউজিসির নির্দেশিকায় ২০২২ এর ২১ এপ্রিল থেকেই সহযোগী অধ্যাপক, লেভেল ১৩তে উন্নীত হওয়ার কথা। উচ্চশিক্ষা দপ্তরের উন্নাসিকতা অকর্মন্যতায় পদোন্নতি বঞ্চিত ড: অপর্ণা দে ত্রিপুরা লোকসেবা আয়োগের বিজ্ঞপ্তির সব আবশ্যিক যোগ্যতা নিয়েও অধ্যক্ষের শূন্যপদের জন্য আবেদন করতে পারলেন না। অগত্যা তিনি উচ্চ আদালতে রিট আবেদন দাখিল করলেন। সোমবার রিট মামলার শুনানি গ্রহণ করেন মাননীয় বিচারপতি অরিন্দম লোধ। প্রাপ্য পদোন্নতি চার বছর ধরে ফাইলবন্দি জেনে মাননীয় বিচারপতি সরকারী আইনজীবীকে মৌখিকভাবে বলেন, একদিনের মধ্যে শিক্ষা দপ্তর থেকে সম্যকভাবে অবহিত হয়ে জানাতে, কেন এখন অবধি পদোন্নতির সিদ্ধান্ত হয়নি।
উচ্চ আদালত রিট মামলাটি মঙ্গলবার পুনরায় তালিকাভুক্ত করার নির্দেশ দেন। উচ্চ আদালতের মৌখিক পর্যবেক্ষণে শিক্ষা দপ্তরের চার বছরের শীতঘুম ভেঙে যায়। তড়িঘড়ি রকেট গতিতে ফাইল ছুটতে শুরু করে। রিট মামলার নোটিশ জারি হওয়ার দুঘণ্টার মধ্যেই রাজ্যপালের প্রয়োজনীয় অনুমোদনের ভিত্তিতে রিট আবেদনকারী সহ ৩৭ জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক, লেভেল ১৩তে পদোন্নতির আদেশ নামা জারি করেন শিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব ও রিট আবেদনকারী সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ২১ এপ্রিল, ২০২২ থেকে।এ দিন উচ্চআদালতে রিট মামলার শুনানিতে সরকারী আইনজীবী দুলাল চন্দ্র সাহা শিক্ষা দপ্তরের জারি করা আদেশনামা পেশ করেন।উচ্চ আদালত রিট আবেদনকারীর প্রার্থীর পদোন্নতি ২১ এপ্রিল ২০২২ থেকে পাওয়ায় রিট মামলার নিষ্পত্তি করেছেন।
রিট আবেদনকারী অপর্ণা দেবীর সুবাদে ৩৭ জন সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক হিসেবে প্রাপ্য পদোন্নতি পেয়েছেন একই যাত্রায় ভিন্ন ফল এড়ানোর জন্য।রিট আবেদনকারীর হয়ে মামলা লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ, দীপজ্যোতি পাল, আরাধিতা দেববর্মা। উচ্চ শক্ষা দপ্তরের কর্ম সংস্কৃতি কোন্ তলানীতে পৌঁছেছে তা রিট মামলার ঘটনাপ্রবাহ থেকে জলের মতো স্পষ্ট। মহাবিদ্যালয়ের অধ্যাপকদের নির্দিষ্ট সময় অন্তর পদোন্নতি ক্যারিয়ার এডভান্সমেন্ট স্কিমের অন্তর্গত। পদোন্নতি অর্জনের জন্য অধ্যাপকদের রিসার্চ পেপার প্রকাশ, গ্রন্থ প্রকাশ ইত্যাদি করাও হয়, পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয়। নির্দিষ্ট সময়ভিত্তিক পদোন্নতি তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করে।চার বছর ধরে পদোন্নতি আটকে রাখা সময়ভিত্তিক নির্দিষ্ট পদোন্নতির বিধানকে অগ্রাহ্য করে এবং অধ্যাপকদের নিরাশ ও নিরুৎসাহিত করে।চার বছরের বোতলবন্দি ফাইল দু’ঘণ্টায় বোতল থেকে মুক্তি পেয়ে যায় এবং দু’ঘণ্টায় পদোন্নতির আদেশনামা বিভিন্ন টেবিল ঘুরে মাননীয় রাজ্যপালের অনুমোদন পেয়ে বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হওয়া উচ্চশিক্ষা দপ্তরের করিৎ কর্ম কুশলতা নাকি ঠেলার নাম বাবাজী!
অনলাইন প্রতিনিধি :-কুম্ভ থেকে পুণ্যস্নান সেরে ফিরছিলেন। ফেরার পথেই পথ দুর্ঘটনার কবলে পড়লেন ঝাড়খণ্ড মুক্তি…
অনলাইন প্রতিনিধি :-সুশাসনে আর্থিক দুর্নীতি জাঁকিয়ে বসেছে। সরকারী এবং সরকার অধিগৃহীত বিভিন্ন দপ্তরে যেন অর্থ…
অনলাইন প্রতিনিধি :-উত্তর পূর্ব ভারত মঙ্গলবার ভবিষ্যতের একটি নতুন যাত্রা শুরু করছে।আসামের অবিশ্বাস্য সম্ভাবনা ও…
অনলাইন প্রতিনিধি :-নতুন সরকার গড়ার পরেই ‘আপের শেষ দেখে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিল পদ্ম শিবির এবার…
অনলাইন প্রতিনিধি :-ইন্দিরা গান্ধী হত্যা পরবর্তী তে ১৯৮৪-এর শিখ ধর্মাবলম্বী বাবা যশবন্ত সিং ও ছেলে…
'প্রতিবেশী' এই শব্দটির মানে অর্থ কি? খুব সহজ করে বললে,এর উত্তর হচ্ছে 'নিজের কাছাকাছি বা…