চার বছর ধরে আটকে থাকা পদোন্নতি মিললো দুই ঘণ্টায়!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-চার বছর ধরে পদোন্নতি ফাইলবন্দি। যদিও ইউজিসির নির্দেশিকায় ২০২২ এর ২১ এপ্রিল থেকেই সহযোগী অধ্যাপক, লেভেল ১৩তে উন্নীত হওয়ার কথা। উচ্চশিক্ষা দপ্তরের উন্নাসিকতা অকর্মন্যতায় পদোন্নতি বঞ্চিত ড: অপর্ণা দে ত্রিপুরা লোকসেবা আয়োগের বিজ্ঞপ্তির সব আবশ্যিক যোগ্যতা নিয়েও অধ্যক্ষের শূন্যপদের জন্য আবেদন করতে পারলেন না। অগত্যা তিনি উচ্চ আদালতে রিট আবেদন দাখিল করলেন। সোমবার রিট মামলার শুনানি গ্রহণ করেন মাননীয় বিচারপতি অরিন্দম লোধ। প্রাপ্য পদোন্নতি চার বছর ধরে ফাইলবন্দি জেনে মাননীয় বিচারপতি সরকারী আইনজীবীকে মৌখিকভাবে বলেন, একদিনের মধ্যে শিক্ষা দপ্তর থেকে সম্যকভাবে অবহিত হয়ে জানাতে, কেন এখন অবধি পদোন্নতির সিদ্ধান্ত হয়নি।
উচ্চ আদালত রিট মামলাটি মঙ্গলবার পুনরায় তালিকাভুক্ত করার নির্দেশ দেন। উচ্চ আদালতের মৌখিক পর্যবেক্ষণে শিক্ষা দপ্তরের চার বছরের শীতঘুম ভেঙে যায়। তড়িঘড়ি রকেট গতিতে ফাইল ছুটতে শুরু করে। রিট মামলার নোটিশ জারি হওয়ার দুঘণ্টার মধ্যেই রাজ্যপালের প্রয়োজনীয় অনুমোদনের ভিত্তিতে রিট আবেদনকারী সহ ৩৭ জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক, লেভেল ১৩তে পদোন্নতির আদেশ নামা জারি করেন শিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব ও রিট আবেদনকারী সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ২১ এপ্রিল, ২০২২ থেকে।এ দিন উচ্চআদালতে রিট মামলার শুনানিতে সরকারী আইনজীবী দুলাল চন্দ্র সাহা শিক্ষা দপ্তরের জারি করা আদেশনামা পেশ করেন।উচ্চ আদালত রিট আবেদনকারীর প্রার্থীর পদোন্নতি ২১ এপ্রিল ২০২২ থেকে পাওয়ায় রিট মামলার নিষ্পত্তি করেছেন।
রিট আবেদনকারী অপর্ণা দেবীর সুবাদে ৩৭ জন সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক হিসেবে প্রাপ্য পদোন্নতি পেয়েছেন একই যাত্রায় ভিন্ন ফল এড়ানোর জন্য।রিট আবেদনকারীর হয়ে মামলা লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ, দীপজ্যোতি পাল, আরাধিতা দেববর্মা। উচ্চ শক্ষা দপ্তরের কর্ম সংস্কৃতি কোন্ তলানীতে পৌঁছেছে তা রিট মামলার ঘটনাপ্রবাহ থেকে জলের মতো স্পষ্ট। মহাবিদ্যালয়ের অধ্যাপকদের নির্দিষ্ট সময় অন্তর পদোন্নতি ক্যারিয়ার এডভান্সমেন্ট স্কিমের অন্তর্গত। পদোন্নতি অর্জনের জন্য অধ্যাপকদের রিসার্চ পেপার প্রকাশ, গ্রন্থ প্রকাশ ইত্যাদি করাও হয়, পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয়। নির্দিষ্ট সময়ভিত্তিক পদোন্নতি তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করে।চার বছর ধরে পদোন্নতি আটকে রাখা সময়ভিত্তিক নির্দিষ্ট পদোন্নতির বিধানকে অগ্রাহ্য করে এবং অধ্যাপকদের নিরাশ ও নিরুৎসাহিত করে।চার বছরের বোতলবন্দি ফাইল দু’ঘণ্টায় বোতল থেকে মুক্তি পেয়ে যায় এবং দু’ঘণ্টায় পদোন্নতির আদেশনামা বিভিন্ন টেবিল ঘুরে মাননীয় রাজ্যপালের অনুমোদন পেয়ে বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হওয়া উচ্চশিক্ষা দপ্তরের করিৎ কর্ম কুশলতা নাকি ঠেলার নাম বাবাজী!

Dainik Digital

Recent Posts

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

12 hours ago

সাব ইনস্পেক্টর অব এক্সাইজ নিয়োগে, সরকারের নিয়োগনীতি কার্যকর করছে না টিপিএসসি, ক্ষুব্ধ বেকাররা!!

অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…

12 hours ago

কেন্দ্রীয় সরকারের ব্যাপক প্রচার সত্ত্বেও,হাসপাতালে জনঔষধির সস্তা ওষুধ সংকটে রোগীরা বঞ্চিত!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…

12 hours ago

শান্তিরবাজারে ক্রিকেট চ্যাম্পিয়ন জগন্নাথ পাড়া!!

অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…

13 hours ago

বামফ্রন্টের রেখে যাওয়া ১২,৯০৩ কোটি সহ,রাজ্যে বর্তমানে ঋণের পরিমাণ ২১,৮৭৮ কোটি টাকা: অর্থমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…

13 hours ago

ক্রাইম ব্রাঞ্চের শক্তিবৃদ্ধিতে গুচ্ছ পদক্ষেপ : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…

14 hours ago