চিকিৎসক সঙ্কটে ধুঁকছে বিলোনীয়া হাসপাতাল!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়া মহকুমা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কতটা তলানিতে এসে ঠেকেছে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভুক্ত ভোগীরা। প্রতিদিন বহির্বিভাগে এবং ইমারজেন্সি মিলিয়ে শত শত রোগী পরিষেবা নিতে আসেন এই হাসপাতালে। অথচ পরিষেবা দেওয়ার মতো যথেষ্ট সংখ্যক চিকিৎসক নেই। বাধ্য হয়ে মানুষকে ছুটতে হচ্ছে হয় অন্যত্র। কিন্ত যাদের এই সামর্থ নেই, তাদের সমস্যার শেষ নেই। বিলোনিয়া হাসপাতালের দন্ত বিভাগে একজন মাত্র মহিলা চিকিৎসক রয়েছেন। তিনি বেশিরভাগই সময়ই যথাসময়ে হাসপাতালে আসেন না বলে অভিযোগ। যেখানে সকাল ৯ টায় বহির্বিভাগে চিকিৎসা শুরু হওয়ার কথা। সেখানে বেলা প্রায় বারোটা বাজলেও চিকিৎসকের দেখা মিলে না। তাই টিকিট কেটে রোগীরা তীর্থের কাকের মতো বসে থাকেন, কখন আসবে চিকিৎসক সেই আশায়। সোমবারও একই চিত্র দেখা গেল বিলোনীয়া হাসপাতালের দন্ত বিভাগের ও পি ডি তে। চিকিৎসক এলেন বেলা বারোটায়। তাঁর সাথে কথা বলে জানাগেছে, তিনি নিজেও অসুস্থ। আগরতলা থেকে আসা – যাওয়া করেন। সোমবারও অসুস্থ শরীর নিয়ে আগরতলা থেকে এসেছেন। কথা বলতে গিয়ে রীতিমতো হাঁপাচ্ছিলেন। প্রশ্ন উঠেছে, এতবড় মহকুমা হাসপাতালে মাত্র একজন দন্ত চিকিৎসক নিয়ে। চিকিৎসকও মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন। যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে ছুটি নিলেন না কেন? কেন তাঁকে অসুস্থ শরীর নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে? এই বিষয়ে মহাকুমা স্বাস্থ্য আধিকারিকের ভূমিকা কি? যদিও এই বিষয়ে মহাকুমা স্বাস্থ্য আধিকারিক বিমল কলইর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই অবস্থা বিকেল চারটার পর। গোটা হাসপাতালে একজন মাত্র চিকিৎসক। তিনি কোনদিকে যাবেন? এই ভাবেই চলছে রাজ্যের তথাকথিত স্বাস্থ্য পরিষেবা।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

6 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

7 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

7 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

8 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

8 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

8 hours ago