চিটফাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। মহাকরণ সূত্রে খবর, প্রথম ধাপে তিনটি সংস্থায় আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। এই তিনটি চিটফাণ্ড সংস্থা হলো ওয়ারিশ গ্রুপ অব কোম্পানি, আইকোর-ই-সার্ভিস এবং সাপোর্ট ইণ্ডিয়া কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড। এই তিনটি সংস্থার স্থাবর সম্পত্তি অধিগ্রহণ করেছিল বর্তমান রাজ্য সরকার। আইন অনুযায়ী সেই অধিগৃহীত সম্পত্তি নিলাম করার জন্য আদালতে আবেদন জানানো হয়েছিল। মহাকরণ সূত্রের খবর, সম্প্রতি আদালত থেকে সেই অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই রাজ্য সরকার নিলাম ডাকবে।নিলামের প্রস্তুতিও নিয়ে নেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ওয়ারিশ কোম্পানির একটি স্থাবর সম্পত্তি ছিল বর্তমান মুখ্যমন্ত্রী ডা.মানিক সাহার বাড়ির পাশে গণরাজ চৌমুহনী এলাকায়।এই সম্পত্তির রিজার্ভ ভ্যালু হচ্ছে বারো কোটি টাকার উপর।একদম রাস্তার পাশেই রয়েছে এই মূল্যবান সম্পত্তি।জায়গার উপর রয়েছে তিনতলা বড় বিল্ডিং।নিলামে এই সম্পত্তির দাম কত উঠে,সেটাই এখন দেখার।জানা গেছে, ওয়ারিশ কোম্পানিতে টাকা রেখেছে ৮৭৯৮ জন।অর্থাৎ এরা টাকা পাওয়ার জন্য আবেদন করেছে। আইকোর-ই সার্ভিসের আছে ১০৬৭ জন আমানতকারী। এই সংস্থাটিরও বেশ কয়েকটি স্থাবর সম্পত্তি নিলামের নির্দেশ দেওয়া হয়েছে।সাপোর্ট ইণ্ডিয়ার একটি সম্পত্তি ক্রোক করা হয়েছিল।সেটিও নিলাম করা হবে।তবে সাপোর্ট ইণ্ডিয়াতে টাকা রেখেছেন এমন আমানতকারী এখনও এখজনও পাওয়া যায়নি।এই ব্যাপারে সরকার আবার বিজ্ঞাপন প্রকাশ করবে। জানা গেছে,আগামী কেবিনেট বৈঠকেই চিটফাণ্ড সংস্থার ক্রোক করা সম্পত্তি নিলামের বিষয়টি উত্থাপন করা হবে।মহাকরণে সূত্রে আরও জানা গেছে রোজভ্যালি সংস্থার সাতটি স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছিল। এই সম্পত্তিগুলি আবার এনফোর্সমেন্ট ডাইরেক্ট (ইডি) ও অ্যাটাচ করেছে।এছাড়াও উদয়পুরের এঞ্জেল এগ্রিটেক নামে একটি সংস্থারও স্থাবর সম্পত্তি ক্রোক করেছে রাজ্য সরকার।এগুলি বিক্রি করার অনুমোদন এখনও আদালত থেকে পাওয়া যায়নি।আশা করা হচ্ছে এগুলিরও অনুমোদন পাওয়া যাবে।জানা গেছে, আদালতের অনুমোদনপ্রাপ্ত ক্রোক করা সম্পত্তিগুলি বিক্রি করে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের সব অর্থ না হলেও অন্তত কিছু কিছু করে সবাই যাতে অর্থ ফেরত পায়,সেই উদ্যোগ নিয়েছে সরকার।
অনলাইন প্রতিনিধি :-নতুন সরকার গড়ার পরেই ‘আপের শেষ দেখে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিল পদ্ম শিবির এবার…
অনলাইন প্রতিনিধি :-ইন্দিরা গান্ধী হত্যা পরবর্তী তে ১৯৮৪-এর শিখ ধর্মাবলম্বী বাবা যশবন্ত সিং ও ছেলে…
'প্রতিবেশী' এই শব্দটির মানে অর্থ কি? খুব সহজ করে বললে,এর উত্তর হচ্ছে 'নিজের কাছাকাছি বা…
অনলাইন প্রতিনিধি :-আমেরিকা প্রথম থেকেই দাবি করে আসছে যে,চিন থেকেই ছড়াতে শুরু করেছিল করোনাভাইরাস।আমেরিকা এমনও…
অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশেআইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে।একথা স্বীকার করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে দেশের…
অনলাইন প্রতিনিধি :-অবশেষে বেকার বিক্ষোভের চাপে ফের চাকরির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করতে বাধ্য হলো ত্রিপুরা…