চিনিশূন্য রেশন, বরাদ্দ কমলো কেরোসিনের, ক্ষোভ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-চলতি জুন মাসে রাজ্যের রেশনশপে ভোক্তার বরাদ্দের চিনি পেতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মঙ্গলবার মাসের ২৫ তারিখ অতিক্রান্ত হয়েছে। মাস শেষ হতে আর পাঁচদিন বাকি। খাদ্য দপ্তর এখনও বহিঃরাজ্য থেকে রেশন ভোক্তাদের জন্য চিনি আনতে পারেনি। চিনির গুদাম শূন্য। তাই চলতি মাসে এখন পর্যন্ত রাজ্যের কোনও রেশনশপে চিনি যায়নি।খাদ্য দপ্তর সূত্রের দাবি, চিনি শীঘ্রই বহিঃরাজ্য থেকে আসছে। তারপরই চিনি পৌঁছে দেওয়া হবে রেশনশপে বলেও খাদ্য দপ্তরের দাবি।রেশনশপে চিনি না দেওয়ায় খোলা বাজারে প্রভাব পড়েছে।খোলাবাজারে গত কয়েকদিনে চিনির মূল্য প্রতিকিলোতে খুচরো তিন-চার টাকা বৃদ্ধি পেয়েছে বলে আগরতলার রেশনশপ ভোক্তাদের অভিযোগ।অসাধু ব্যবসায়ীরা পাইকারি ও খুচরোতে রেশনে চিনি শূন্যতার সুযোগ নিয়ে মূল্য বৃদ্ধি করছে বলেও ক্ষুব্ধ ভোক্তাদের অভিযোগ।তবে চলতি মাসে রেশনশপে চিনি পৌঁছবে কিনা খাদ্য দপ্তর এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারছে না।খাদ্য দপ্তর রেশনে চলতি মাসে চিনি না পৌঁছাতে পারলে জুন মাসের ভোক্তার বরাদ্দের সেই চিনি জুলাই মাসে দেওয়ার সময় বৃদ্ধি করে দেবে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে। এদিকে রেশনশপে কেরোসিন তেলের বরাদ্দ কমিয়ে দেওয়ায় ভোক্তারা অসন্তোষ প্রকাশ করেছেন।চলতি জুন মাস থেকে কার্ড হোল্ডারদের মাথাপিছু ৫০ গ্রাম করে কেরোসিন কমিয়ে দিয়েছে। কেরোসিনের বরাদ্দ কমে দাঁড়িয়েছে মাথা পিছু ১৫০ গ্রাম। প্রতি লিটারের মূল্য ৬৮ টাকা। ভোক্তাদের অভিযোগ, শহরাঞ্চলের কোন কোন ভোক্তা রেশনশপ থেকে কেরোসিন না নিলেও . শহরতলি ও গ্রামাঞ্চলের বিরাট সংখ্যক ভোক্তা এখনও রেশন শপ থেকে কেরোসিন নেন।গ্রামাঞ্চলে কেরাসিনের ভাগ চাহিদা রয়েছে।কএই অবস্থায় রেশনে কেরোসিন বরাদ্দ কমিয়ে দেওয়ায় ভোক্তারা দুর্ভোগে পড়েছেন। এদিকে রেশনশপে চলতি জুন মাসে এখনও গুঁড়ো মশলা দেওয়া হয়নি। ন্যায্য মূল্যে গুঁড়ো মশলা না পেয়ে বাধ্য হয়ে ভোক্তারা খোলা বাজার থেকে চড়া মূল্যে গুঁড়ো মশলা কিনে নিচ্ছেন।গত অক্টোবর মাসে দুর্গা পুজোর সময় খাদ্য দপ্তরের তরফে রেশনশপে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল দেওয়া হয়েছিল।প্রতি রেশন কার্ডে ১লিটার করে ১১৩ টাকায় দেওয়া হয়। তাতে ভোক্তারা খুব খুশি হয়েছিলেন। তখন খাদ্য দপ্তর থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, বছরে চারবার ভর্তুকি মূল্যে রেশন শপে ভোজ্যতেল দেওয়া হবে।কিন্ত তারপর আটমাস অতিক্রান্ত হতে চললেও রেশনে আর সেই ভোজ্যতেলের দেখা নেই। তাতে রাজ্যের রেশনশপ ভোক্তাদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, ঘোষণা অনুযায়ী কেন ভর্তুকি মূল্যে ভোজ্যতেল দেওয়া হচ্ছে না। তবে এই বিষয়ে খাদ্য দপ্তর কিছু জানতে পারছে না।

Dainik Digital

Recent Posts

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

7 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

12 hours ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

12 hours ago

এবার কি ইউসিসি?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…

12 hours ago

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

1 day ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

1 day ago