পড়াশোনা করতে বহির্বিশ্ব থেকে আমেরিকায় সবচেয়ে বেশি পড়ুয়ারা যায় চিন থেকে। এই নিরিখে চিনকেও টপকে গেল ভারত। এক সমীক্ষায় ধরা পড়েছে, গত এক দশকে উচ্চ শিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বাছাই করা ভারতীয় ছাত্রদের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। আমেরিকায় গত এক দশকে শুধু ভারতীয় পড়ুয়ার সংখ্যাই নয়, একই ভাবে বহির্বিশ্ব থেকে আমেরিকামুখী পড়ুয়াদের সংখ্যাটা বেড়েছে। সমীক্ষায় ধরা পড়েছে, আমেরিকায় বহির্বিশ্ব থেকে পড়তে যাওয়া পড়ুয়াদের সংখ্যা গত এক দশকে ১১.৮ শতাংশ থেকে প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে ২১ শতাংশ। সোমবার সমীক্ষক সংস্থা ‘ওপেন ডোরস’-এর প্রকাশিত রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। এই সমীক্ষার নির্যাস, গত দশ বছরে উচ্চশিক্ষার জন্য আমেরিকাকেই বেছে নিচ্ছেন ভারতীয় পডুয়়ারা। আগে আমেরিকায় বিদেশি পডুয়়ার হিসাবে এক নম্বর দেশ ছিল চিন। পরিসংখ্যান বলছে, বছর পনেরো আগে চিন থেকে প্রায়
৩১ শতাংশ পড়ুয়াড়া উচ্চ শিক্ষার জন্য
আমেরিকায় পাড়ি দিত। ২০১২-১৩ সাল থেকে আমেরিকাগামী চিনা পড়ুয়াদের সংখ্যা নিচের দিকে নামতে শুরু করে এবং পাল্লা দিয়ে বাড়তে থাকে আমেরিকায় পাঠরত ভারতীয় পড়ুয়ার সংখ্যা। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের বৃদ্ধির হার ২০২২-২৩ সালে চিনকেও ছাড়িয়ে যেতে পারে বলে সমীক্ষায় ধরা পড়েছে। চলতি বছরের জুন থেকে আগস্টের মধ্যে ভারত থেকে আমেরিকায় ৮২,০০০ স্টুডে ন্ট ভিসা ইস্যু করা হয়েছে, যা সমস্ত দেশের মধ্যে সর্বোচ্চ। নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের কনস্যুলার অ্যাফেয়ার্সের মিনিস্টার কাউন্সিলর ডন হেফলিন বলেছেন, ২০২১-২২ অর্থবর্ষের এই সময়ে (জুন-আগস্ট) ৬২,০০০ স্টুডে ন্ট ভিসা ইস্যু করা হয়েছিল। এক বছরের মধ্যে এই সংখ্যা বেড়েছে ২০,০০০। আগের পরিসংখ্যানে ধরা পড়েছিল, উচ্চশিক্ষার জন্য বাইরে থেকে যে ছাত্রছাত্রীরা আসেন, তাদের অধিকাংশ চিন থেকে আমেরিকায় যেত। কিন্তু গত দশ বছরে দেখা যাচ্ছে, চিনকে ছাপিয়ে ভারত থেকে অনেক বেশি ছাত্রছাত্রী আমেরিকায় পড়াশোনার জন্য যাচ্ছে। সম্প্রতি নয়াদিল্লির এক অধিবেশনে আমেরিকার এক রাষ্ট্র প্রতিনিধি বলেছেন, ২০২১-’২২ সালে ভারতীয় পড়ুয়াদের জন্য মোট ৬২ হাজার স্টুডেন্ট ভিসা দিয়েছে মার্কিন প্রশাসন। চলতি বছরে আমেরিকায় স্টুডেন্ট ভিসার সংখ্যা বেড়ে হয়েছে ৮২ হাজার। ওই সভায় উপস্থিত মার্কিন প্রশাসনের এক আধিকারিক জানান, ভারত থেকে তাদের দেশে আসা বেশির ভাগ ছাত্রছাত্রী অঙ্ক, কম্পিউটার সায়েন্স, প্রযুক্তিবিদ্যা এবং বাণিজ্য বিষয় নিয়েই ভর্তি
হন। শুধু আমেরিকাতেই নয়, চলতি বছরে ব্রিটেনেও ভারত থেকে আসা পডুয়াদের সংখ্যা বেড়েছে। সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় পাঠরত আন্তর্জাতিক পড়ুয়াদের মোট সংখ্যা ২০২০-২১ সালের ৯,১৪ লাখ থেকে ২০২১-২২ সালে বেড়ে হয়েছে ৯.৪৮ লক্ষ। এই ‘বৃদ্ধি’ শুধু ভারতীয়দের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বের সব দেশ থেকেই মোটের উপর আমেরিকাগামী উচ্চশিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। সমীক্ষায় বলা হয়েছে, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষায় আগ্রহী পড়ুয়াদের কাছে ‘আদর্শ গন্তব্য’ হিসাবে শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা। আমেরিকান কনস্যুলার অ্যাফেয়ার্সের মিনিস্টার কাউন্সিলর ডন হেফলিন জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রদের মধ্যে অধিকাংশ বিভিন্ন শাখার মাস্টার্স পাঠ্যক্রমে নথিভুক্ত।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…