চিনের সঙ্গে মোকাবিলায় সীমান্তে আসতে চলেছে উচ্চ ক্ষমতার ট্রাক

 চিনের সঙ্গে মোকাবিলায় সীমান্তে আসতে চলেছে উচ্চ ক্ষমতার ট্রাক
এই খবর শেয়ার করুন (Share this news)

২০২০ সালের জুলাইয়ে পূর্ব লাদাখের গালোয়ান এবং ২০২২- র বছর শেষের দিকে অরুণাচলের তাওয়াং সেক্টরের অদূরে ইয়াংৎসে উপত্যকায় চিনের লাল ফৌজের
সঙ্গে হাতাহাতি, সংঘর্ষের পর চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) নিজেদের অবস্থান আরও মজবুত করতে এবার বিশেষ ধরনের ট্রাক কিনতে চলেছে ভারত। এটি এমন এক সামরিক ট্রাক, যে যানে একই সঙ্গে
সেনাবাহিনীর ঢাল হিসাবে কাজ করবে এবং শত্রুপক্ষের উপর ক্রমাগত নজরদারি চালানো যাবে। সেই সঙ্গে দুর্গম পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়েও স্বচ্ছন্দে এগিয়ে যাবে এই গাড়ি। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, চিনের সঙ্গে সীমান্তে ব্যবহারের উপযোগী এই ধরনের ৩০০টি ট্রাক কিনতে চলেছে সেনা। বাইরের দেশ থেকে নয়, দেশেই তৈরি হচ্ছে এই ট্রাক। এই ট্রাকের পোশাকি নাম ‘রাফ
টেরাইন ভেহিকল।’ আসলে এটি রুক্ষ ভূখণ্ডে চলার বড় গাড়ি। সেনা, রসদ এবং ভারী সামরিক সরঞ্জাম পরিবহণের পাশাপাশি দুর্গম অঞ্চলে আহত বা অসুস্থ হয়ে পড়া সেনাদের উদ্ধারেও সহায়তা করবে এই গাড়ি।
দেশে তৈরি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনায় অনেক দিন ধরেই জোর দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত সেনার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন এই গাড়ি কেনার
সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ‘প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বিষয়ক কমিটি’ (ডিএসি)। কমিটির তরফে জানানো হয়েছে, এই যানবাহনগুলি হেলিকপ্টার পরিবহণযোগ্য এবং ১৬,০০০ ফুট উচ্চতায় চলাচল করতে সক্ষম হওয়া
উচিত। সূত্রের খবর, এ বিষয়ে দরপত্র দিতে ইচ্ছুক সংস্থাগুলিকে জানানো হয়েছে, অন্তত ১৬ হাজার ফুট উচ্চতার, মাইনাস ২০ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে সক্ষম রাফ টেরাইন ভেহিকল কেনা
হবে। অন্তত ৩০ অশ্বশক্তির ইঞ্জিন এবং ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগে চলার ক্ষমতা থাকতে হবে ট্রাকের উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষার পরেই বাছাই করা হবে সেই যান।
তাওয়াংয়ের পাশাপাশি এই যানবাহন পূর্ব লাদাখের চিন সীমান্তে ব্যবহার করা হবে। এক বছরের জন্য প্রথম দফার ট্রাকগুলি সেনার কাজে আসবে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.