Categories: দেশ

চিনের সঙ্গে মোকাবিলায় সীমান্তে আসতে চলেছে উচ্চ ক্ষমতার ট্রাক

এই খবর শেয়ার করুন (Share this news)

২০২০ সালের জুলাইয়ে পূর্ব লাদাখের গালোয়ান এবং ২০২২- র বছর শেষের দিকে অরুণাচলের তাওয়াং সেক্টরের অদূরে ইয়াংৎসে উপত্যকায় চিনের লাল ফৌজের
সঙ্গে হাতাহাতি, সংঘর্ষের পর চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) নিজেদের অবস্থান আরও মজবুত করতে এবার বিশেষ ধরনের ট্রাক কিনতে চলেছে ভারত। এটি এমন এক সামরিক ট্রাক, যে যানে একই সঙ্গে
সেনাবাহিনীর ঢাল হিসাবে কাজ করবে এবং শত্রুপক্ষের উপর ক্রমাগত নজরদারি চালানো যাবে। সেই সঙ্গে দুর্গম পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়েও স্বচ্ছন্দে এগিয়ে যাবে এই গাড়ি। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, চিনের সঙ্গে সীমান্তে ব্যবহারের উপযোগী এই ধরনের ৩০০টি ট্রাক কিনতে চলেছে সেনা। বাইরের দেশ থেকে নয়, দেশেই তৈরি হচ্ছে এই ট্রাক। এই ট্রাকের পোশাকি নাম ‘রাফ
টেরাইন ভেহিকল।’ আসলে এটি রুক্ষ ভূখণ্ডে চলার বড় গাড়ি। সেনা, রসদ এবং ভারী সামরিক সরঞ্জাম পরিবহণের পাশাপাশি দুর্গম অঞ্চলে আহত বা অসুস্থ হয়ে পড়া সেনাদের উদ্ধারেও সহায়তা করবে এই গাড়ি।
দেশে তৈরি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনায় অনেক দিন ধরেই জোর দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত সেনার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন এই গাড়ি কেনার
সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ‘প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বিষয়ক কমিটি’ (ডিএসি)। কমিটির তরফে জানানো হয়েছে, এই যানবাহনগুলি হেলিকপ্টার পরিবহণযোগ্য এবং ১৬,০০০ ফুট উচ্চতায় চলাচল করতে সক্ষম হওয়া
উচিত। সূত্রের খবর, এ বিষয়ে দরপত্র দিতে ইচ্ছুক সংস্থাগুলিকে জানানো হয়েছে, অন্তত ১৬ হাজার ফুট উচ্চতার, মাইনাস ২০ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে সক্ষম রাফ টেরাইন ভেহিকল কেনা
হবে। অন্তত ৩০ অশ্বশক্তির ইঞ্জিন এবং ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগে চলার ক্ষমতা থাকতে হবে ট্রাকের উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষার পরেই বাছাই করা হবে সেই যান।
তাওয়াংয়ের পাশাপাশি এই যানবাহন পূর্ব লাদাখের চিন সীমান্তে ব্যবহার করা হবে। এক বছরের জন্য প্রথম দফার ট্রাকগুলি সেনার কাজে আসবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

12 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

12 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

13 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

2 days ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

2 days ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

3 days ago