চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

 চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে করোনা ভাইরাসের। কপালের চিন্তার ভাজ কারণ প্রথম করোনার মতোই এই ভাইরাস ও মিলেছে বাদুড়ের শরীরেই। সাউথ চায়না মর্নিং এই দাবী করছে। তবে আতংক বাড়ছে রীতিমতো, কারন এই ভাইরাস মানুষের সংক্রমিত হতে পারে।নতুন এই ভাইরাসের নাম এইচকেইউ৫-কোভি-২ (HKU5-CoV-2)। উহান ইন্সটিটিউটের বাদুড় গবেষক শি জ়েনলিং-র নেতৃত্বে ভাইরোলজিস্টরা এই নতুন ভাইরাসের হদিস পেয়েছেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.