চিন্তা থাকবে, অসতর্কতা নয়

এই খবর শেয়ার করুন (Share this news)

” দেশে আবারও করোনার বাড়বাড়ন্ত শুরু হয়ে গিয়েছে । গত এক সপ্তাহ ধরে টানা বেড়ে চলেছে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা । এই ঊর্ধ্বমুখী গ্রাফ কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দেশের স্বাস্থ্য মন্ত্রকের । গত ২৪ ঘন্টার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩২৯ ছাড়িয়েছে । প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা এই করোনা সংক্রমণের হার দেখে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিতে শুরু করেছে তাহলে কি দেশে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়ে গেছে ? যদি সত্যিই দেশ এখন করোনার চতুর্থ ঢেউয়ের মধ্যে দিয়ে এগুতে থাকে তাহলে কতটা সঙ্কট দেখা দিতে পারে দেশের সামনে ? এরকমই অনেক প্রশ্ন বিশেষজ্ঞদের মনে উঁকি দিচ্ছে । তবে সব কিছুর আগে করোনার আচমকা উর্ধ্বমুখী গ্রাফ একটা কথা কিন্তু মনে করিয়ে দিচ্ছে সংশি লষ্ট অনেককেই । আর তা হলো কানপুর আইআইটির বিজ্ঞানীদের কিছু সতর্কবার্তা ।

মাত্র কয়েক মাস আগেই কানপুর আইআইটির বিজ্ঞানীরা এ মর্মে সতর্ক করেছিলেন জুন মাস থেকেই ভারতে কোভিডের চতুর্থ ঢেউ আছড়ে পড়বে এবং এই সংক্রমণ পরবর্তী পাঁচ মাস পর্যন্ত চলতে থাকবে । অর্থাৎ বিজ্ঞানীদের অনুমান অক্টোবর পর্যন্ত দেশে কোভিডের গ্রাফ উর্ধ্বমুখী থাকবে এবং এই সময়ে সর্বোচ্চ শিখরে পৌছবে দেশে করোনার দাপট । শনিবার চব্বিশ ঘন্টার সংক্রমণের যে চিত্র প্রকাশ্যে এসেছে , তা সামনে আসতেই বিশেষজ্ঞদের মধ্যে এই নিয়ে চিন্তার শেষ নেই । ইতিমধ্যে দেশে পজিটিভিটির রেট দাড়িয়েছে ২.৪১ । শুধু তাই নয় , গত এক সপ্তাহে অ্যাক্টিভ কেইসের সংখ্যাও বেড়ে গেছে দ্রুতগতিতে । পক্ষকাল ধরেই কোভিডের বাড়বাড়ন্ত শুরু হলেও শুরুতে কেউই এই বিষয়টি নিয়ে তেমন মাথা না ঘামালেও শুধু একা ভারত নয় , বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন করে করোনার বাড়তে থাকা পরিসংখ্যান কানপুর আইআইটির বিজ্ঞানীদের সতর্কবার্তার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে । তাই পরিস্থিতিকে কোনও ভাবেই যে হাল্কা করে দেখার সুযোগ নেই ।

বরং সমস্যা থেকে বেড়িয়ে আসার জন্য এখন থেকেই সকলকে আবারও সতর্ক হতে হবে – এই মুহূর্তে এটাই হলো প্রয়োজনীয় বার্তা। সঙ্গে সঙ্গে তাই এই প্রশ্নটিও উঠতে শুরু করেছে তাহলে সত্যিই কী দেশে চতুর্থ ঢেউ চলে এসেছে ? এটা ঘটনা পৃথিবীর বহু দেশ এই মুহূর্তে চতুর্থ ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছে । চিনের অবস্থা আরও বেশি ভয়াবহ। একই সঙ্গে আমাদের দেশে আবার নতুন করে সংক্রমণ বাড়ছে । তাই এটাই কী চতুর্থ ঢেউ এই নিয়ে প্রশ্ন তোলার এখনই উপযুক্ত সময় না এলেও দেশের চিকিৎসা – বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা মনে করছেন প্রান্তে এখন কিছুটা পর্যবেক্ষণ জরুরি । যেহেতু দেশের সব এখনই কোভিড ছড়ায়নি , নির্দিষ্ট কিছু রাজ্যে কিছু এলাকায় উদ্বেগজনক ভাবে তা বেড়েছে তাই একে চতুর্থ ঢেউ বলা যাবে না । তবে আমাদের উদাসীনতার কারণেই যে আবারও সংক্রমণ ছড়াচ্ছে সেটা কিন্তু নিশ্চিত করেই বলা যায় । কারণ উদাসীন মানুষ নিজেদের সুরক্ষার প্রশ্নে অনেকটাই ঢিলেঢালা । নেই মুখে মাস্ক । যত্রতত্র ভিড়ও হচ্ছে আগের মতো ।

জীবনযাত্রাও ফিরে এসেছে ২০১৯ সালে কোভিড শুরুর আগের স্বাভাবিক অবস্থার মতোই । এতে করেই সংক্রমণ বাড়ছে । এর সঙ্গে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট তো রয়েছেই । চরিত্র বদলে গেলে ভাইরাস অনেক বেশি সংক্রমাক হয়ে উঠে । কোভিডের ক্ষেত্রেও সেটাই হচ্ছে । তবে একটা আশার খবর হলো , সংক্রমাক হলেও এর মারণ ক্ষমতা ও দাপট অনেকটাই নির্বিষ । চিন্তার কারণ হলো , একসাথে বেশি সংখ্যায় মানুষ আক্রান্ত হয়ে গেলে তখন এতে মানুষকে চিকিৎসা পরিষেবা কিভাবে দেওয়া সম্ভব ? তবে সব কথার শেষ কথা হলো নিজেকে বাঁচাতে সবার আগে নিজেকে সতর্ক হতে হবে । ভিড় এড়িয়ে চলা , ঘর থেকে বেরোনোর আগে মাস্ক পরিধান এবং অবশ্যই হাঁচি , সর্দি , জ্বর কাশির মতো লক্ষণ দেখা দিলে পরীক্ষা করানো সেইসঙ্গে নিজেকে সবার থেকে সরিয়ে নেওয়া অতি অবশ্য কর্তব্য । সচেতনতা এবং সতর্কতাই যে কোনও বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর পথ দেখাতে পারে ।

Dainik Digital

Recent Posts

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

23 hours ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

23 hours ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

24 hours ago

হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!

অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…

24 hours ago

সতর্কতাই বাঞ্ছনীয়!!

নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…

24 hours ago

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

2 days ago