চিন্তা থাকবে, অসতর্কতা নয়

এই খবর শেয়ার করুন (Share this news)

” দেশে আবারও করোনার বাড়বাড়ন্ত শুরু হয়ে গিয়েছে । গত এক সপ্তাহ ধরে টানা বেড়ে চলেছে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা । এই ঊর্ধ্বমুখী গ্রাফ কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দেশের স্বাস্থ্য মন্ত্রকের । গত ২৪ ঘন্টার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩২৯ ছাড়িয়েছে । প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা এই করোনা সংক্রমণের হার দেখে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিতে শুরু করেছে তাহলে কি দেশে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়ে গেছে ? যদি সত্যিই দেশ এখন করোনার চতুর্থ ঢেউয়ের মধ্যে দিয়ে এগুতে থাকে তাহলে কতটা সঙ্কট দেখা দিতে পারে দেশের সামনে ? এরকমই অনেক প্রশ্ন বিশেষজ্ঞদের মনে উঁকি দিচ্ছে । তবে সব কিছুর আগে করোনার আচমকা উর্ধ্বমুখী গ্রাফ একটা কথা কিন্তু মনে করিয়ে দিচ্ছে সংশি লষ্ট অনেককেই । আর তা হলো কানপুর আইআইটির বিজ্ঞানীদের কিছু সতর্কবার্তা ।

মাত্র কয়েক মাস আগেই কানপুর আইআইটির বিজ্ঞানীরা এ মর্মে সতর্ক করেছিলেন জুন মাস থেকেই ভারতে কোভিডের চতুর্থ ঢেউ আছড়ে পড়বে এবং এই সংক্রমণ পরবর্তী পাঁচ মাস পর্যন্ত চলতে থাকবে । অর্থাৎ বিজ্ঞানীদের অনুমান অক্টোবর পর্যন্ত দেশে কোভিডের গ্রাফ উর্ধ্বমুখী থাকবে এবং এই সময়ে সর্বোচ্চ শিখরে পৌছবে দেশে করোনার দাপট । শনিবার চব্বিশ ঘন্টার সংক্রমণের যে চিত্র প্রকাশ্যে এসেছে , তা সামনে আসতেই বিশেষজ্ঞদের মধ্যে এই নিয়ে চিন্তার শেষ নেই । ইতিমধ্যে দেশে পজিটিভিটির রেট দাড়িয়েছে ২.৪১ । শুধু তাই নয় , গত এক সপ্তাহে অ্যাক্টিভ কেইসের সংখ্যাও বেড়ে গেছে দ্রুতগতিতে । পক্ষকাল ধরেই কোভিডের বাড়বাড়ন্ত শুরু হলেও শুরুতে কেউই এই বিষয়টি নিয়ে তেমন মাথা না ঘামালেও শুধু একা ভারত নয় , বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন করে করোনার বাড়তে থাকা পরিসংখ্যান কানপুর আইআইটির বিজ্ঞানীদের সতর্কবার্তার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে । তাই পরিস্থিতিকে কোনও ভাবেই যে হাল্কা করে দেখার সুযোগ নেই ।

বরং সমস্যা থেকে বেড়িয়ে আসার জন্য এখন থেকেই সকলকে আবারও সতর্ক হতে হবে – এই মুহূর্তে এটাই হলো প্রয়োজনীয় বার্তা। সঙ্গে সঙ্গে তাই এই প্রশ্নটিও উঠতে শুরু করেছে তাহলে সত্যিই কী দেশে চতুর্থ ঢেউ চলে এসেছে ? এটা ঘটনা পৃথিবীর বহু দেশ এই মুহূর্তে চতুর্থ ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছে । চিনের অবস্থা আরও বেশি ভয়াবহ। একই সঙ্গে আমাদের দেশে আবার নতুন করে সংক্রমণ বাড়ছে । তাই এটাই কী চতুর্থ ঢেউ এই নিয়ে প্রশ্ন তোলার এখনই উপযুক্ত সময় না এলেও দেশের চিকিৎসা – বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা মনে করছেন প্রান্তে এখন কিছুটা পর্যবেক্ষণ জরুরি । যেহেতু দেশের সব এখনই কোভিড ছড়ায়নি , নির্দিষ্ট কিছু রাজ্যে কিছু এলাকায় উদ্বেগজনক ভাবে তা বেড়েছে তাই একে চতুর্থ ঢেউ বলা যাবে না । তবে আমাদের উদাসীনতার কারণেই যে আবারও সংক্রমণ ছড়াচ্ছে সেটা কিন্তু নিশ্চিত করেই বলা যায় । কারণ উদাসীন মানুষ নিজেদের সুরক্ষার প্রশ্নে অনেকটাই ঢিলেঢালা । নেই মুখে মাস্ক । যত্রতত্র ভিড়ও হচ্ছে আগের মতো ।

জীবনযাত্রাও ফিরে এসেছে ২০১৯ সালে কোভিড শুরুর আগের স্বাভাবিক অবস্থার মতোই । এতে করেই সংক্রমণ বাড়ছে । এর সঙ্গে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট তো রয়েছেই । চরিত্র বদলে গেলে ভাইরাস অনেক বেশি সংক্রমাক হয়ে উঠে । কোভিডের ক্ষেত্রেও সেটাই হচ্ছে । তবে একটা আশার খবর হলো , সংক্রমাক হলেও এর মারণ ক্ষমতা ও দাপট অনেকটাই নির্বিষ । চিন্তার কারণ হলো , একসাথে বেশি সংখ্যায় মানুষ আক্রান্ত হয়ে গেলে তখন এতে মানুষকে চিকিৎসা পরিষেবা কিভাবে দেওয়া সম্ভব ? তবে সব কথার শেষ কথা হলো নিজেকে বাঁচাতে সবার আগে নিজেকে সতর্ক হতে হবে । ভিড় এড়িয়ে চলা , ঘর থেকে বেরোনোর আগে মাস্ক পরিধান এবং অবশ্যই হাঁচি , সর্দি , জ্বর কাশির মতো লক্ষণ দেখা দিলে পরীক্ষা করানো সেইসঙ্গে নিজেকে সবার থেকে সরিয়ে নেওয়া অতি অবশ্য কর্তব্য । সচেতনতা এবং সতর্কতাই যে কোনও বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর পথ দেখাতে পারে ।

Dainik Digital

Recent Posts

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

2 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

7 hours ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

7 hours ago

এবার কি ইউসিসি?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…

7 hours ago

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

1 day ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

1 day ago