চিরন্তন ঐতিহ্যে ভাটার টান!!
অনলাইন প্রতিনিধি :- শারদ উৎসব শেষ হতে না হতেই এবার আলোর উৎসব দীপাবলি।
জগত সংসারের যাবতীয় অন্ধকারকে দূর করে আলোর সন্ধানে অগ্রসর হওয়া। তাই দীপাবলির আলাদা গুরুত্ব রয়েছে। কিন্তু সেই গুরুত্বে প্রতিবছর চাকচিক্য বাড়লেও, হারিয়ে যাচ্ছে চিরন্তন ঐতিহ্য। দীপাবলি উৎসবে প্রাচীনকাল থেকেই মাটির প্রদীপ বিশেষ ভূমিকা পালন করে চলেছে। কিন্তু আধুনিকতার জোয়ারে মাটির প্রদীপ দিন দিন বাতিলের খাতায় চলে যাচ্ছে।
কালের বিবর্তনে বর্তমানে আজ অনেকটাই ব্রাত্য ঐতিহ্যশালী এই মাটির প্রদীপ। তার জায়গা দখল করেছে বাহারি মোমবাতি আর বাহারি বৈদ্যতিক বাতি।
তবুও তেলিয়ামুড়া করোইলং স্থিত শিশু বিহার গ্রামের বাসিন্দা স্বপন রুদ্র পাল দীর্ঘ ১৪ বছর ধরে এই মাটির প্রদীপ তৈরি করে চলেছেন। তার আগে বাবা, দাদারাও এই কাজ করে গেছেন।