ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
চীনে পর্যটকবাহী ৪টি নৌকা ডুবে ৯ জনের মৃত্যু, নিখোঁজ ১!!

অনলাইন প্রতিনিধি :-চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে যায় পর্যটকবাহী চারটি নৌকা। নৌকা উল্টে ৯ জনের মৃত্যু হয়। এবং এখনো একজন নিখোঁজ রয়েছেন।
রবিবার বিকেলে গুইঝো প্রদেশে দর্শনীয় উ (yu) নদীতে ঝড়ো বাতাসের সময় নৌকাগুলো ডুবে যায়। সূত্রে খবর, সেই সময় ৮০ জনের অধিক মানুষ নদীতে পড়ে যান। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য অনুসন্ধান চলছে এবং ৭৪ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় উ নদীতে আকস্মিক শিলাবৃষ্টির সঙ্গে ঝড় ও আঘাত হানে।