চুরি ঠেকাতে শহরে কড়া পুলিশি ব্যবস্থার নির্দেশ

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজধানী শহর ও শহরতলিতে ক্রমবর্ধমান চুরি ও ডাকাতির ঘটনায় বড় ধরনের প্রশ্নের মুখে জননিরাপত্তা ব্যবস্থা । স্মার্ট সিটিতে পুলিশি ব্যবস্থা নিয়েও জনমনে বড় ধরনের প্রশ্ন উঠেছে । রাতের বেলা তো দূরের কথা , দিন দুপুরেও সুরক্ষিত নয় রাজধানী আগরতলা । প্রকাশ্য দিনের বেলাতেই গৃহস্থের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঢুকে পড়ছে চোর । যাবতীয় মূল্যবান সামগ্রী নিয়ে নিরাপদে আবার কেটেও পড়ছে । অথচ রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের যেন কোনও হেলদোল নেই । শহর ও শহরতলির মানুষ এখন রাত জেগে পাহারা দিতে শুরু করেছেন । এই পরিস্থিতিতে তীব্র সমালোচনা ও চাপের মুখে পড়ে দেরিতে হলেও পুলিশ প্রশাসন নড়েচড়ে বসতে চলেছে । পরিস্থিতি পর্যবেক্ষণ করে মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা রাজ্য পুলিশকে বেশকিছু কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন ।

পুলিশের প্রধান কার্যালয় থেকেও বৃহস্পতিবার রাতে এক প্রেস বিবৃতি দেওয়া হয় । তাতে বলা হয়েছে , রাজধানী শহরের সবগুলি নাকা পয়েন্ট পুনরায় সক্রিয় করা হবে । রাতভর ওই নাকা পয়েন্টগুলিতে প্রতিটি যানবাহন তল্লাশি চলবে । তাই যানবাহন মালিক ও চালকদের যানবাহনে প্রয়োজনীয় কাগজপত্র রাখার জন্য বলা হয়েছে । শুধু তাই নয় , সন্দেহভাজনদের শরীরেও তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে । শহরের প্রতিটি থানা ও ফাঁড়িতে রাতে অতিরিক্ত পুলিশ , টিএসআর এবং এসপিও জওয়ানদের মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে । গোটা শহর জুড়ে পুলিশ টহল , বিট পেট্রোলিং , মোবাইল পেট্রোলিং চলবে রাতভর । স্পর্শকাতর এলাকাগুলিতে স্থানীয়দের পাহারা আরও বাড়ানো হবে । পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হবে । স্বভাবসিদ্ধ অপরাধীদের উপর তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে । প্রতিটি বাস স্ট্যাণ্ড এবং রেল স্টেশনে কড়া নজরদারির জন্য নির্দেশ দেওয়া হয়েছে । সাম্প্রতিককালে শহরে যতগুলি চুরি হয়েছে , সেগুলো দ্রুত তদন্ত করার জন্য একটি বিশেষ তদন্তকারী টিম গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে । শহরে যাবতীয় ঘটনা প্রতিরোধে সিনিয়র পুলিশ অফিসারদের দায়িত্ব প্রদানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । এছাড়াও যেকোনও পুলিশি সহায়তার জন্য এবং সন্দেহভাজন কিছু নজরে এলে ১১২ নম্বরে ডায়াল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে । এখন প্রশ্ন হচ্ছে , মুখ্যমন্ত্রী তো সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন । বাস্তবে ওইসব নির্দেশ কতটা কার্যকর হবে

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

20 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

21 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

22 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

22 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

22 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

23 hours ago