গাড়ি চুরি বা কোনও কিছু হারিয়ে যাওয়ার ঘটনায় এবার যাতে অভিযোগকারী আরও সহজে অভিযোগ জানাতে পারেন বা ফার্স্ট ইনফর্মেশন রিপোর্ট ( এফআইআর ) লেখাতে পারেন সেজন্য ই – এফআইআর পরিষেবা চালু করার উদ্যোগ নিচ্ছে উত্তরাখণ্ড সরকার । মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির উপস্থিতিতে এক বৈঠকে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয় । সেই বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন , এই পরিষেবা চালু হয়ে গেলে রাজ্যের মানুষের পক্ষে এফআইআর করা আরও বেশ সহজ হয়ে যাবে । তিনি বলেন , ‘ এই পদ্ধতিতে এফআইআর করতে কাউকে কোনও চিন্তা করতে হবে না । এই ই – এফআইআর নিয়ম করে দেখবেন পুলিশের শীর্ষ আধিকারিকরা ।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে , এই ই – এফআইআর দায়েরের জন্য ভার্চুয়াল থানা তৈরি করা হবে । অভিযোগকারী অভিযোগ জানানোর পরে একটি অ্যাকনলেজমেন্ট পেয়ে যাবেন । তারপর সেই অভিযোগ খতিয়ে দেখে তা সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য । এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , এই ই – এফআইআর পোর্টালটি দেবভূমি মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে । ফলে এই পদ্ধতি ব্যবহার করে এফআইআর দায়ের করতে সাধারণ মানুষের আর কোনও অসুবিধা হবে না । রাজ্য প্রশাসন মনে করছে , এই পরিষেবা চালু হয়ে গেলে বিভিন্ন চুরির ঘটনায় অনায়াসেই অনেক সহজে এবং দ্রুত অভিযোগ জমা পড়বে ।
আর সেই অভিযোগের ভিত্তিতে গোটা অভিযোগটি খতিয়ে দেখার পরে যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায় সেই বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে । পুলিশ বিভাগে ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও ওপরেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি জানিয়েছেন , গোটা প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে , সমাধান সূত্র খুঁজে বের করতে এবং রাজ্যের মানুষ যাতে অনায়াসেই নিজের অভিযোগ জানাতে পারেন ও তাতে সন্তোষ প্রকাশ করেন সেই বিষয়গুলিতেই জোর দিতে চাইছে রাজ্য সরকার । ‘সহজ পদ্ধতি অবলম্বন করে মানুষ যাতে অভিযোগ দায়ের করতে পারেন সেই পদ্ধতি চালু করার ওপরেই জোর দেওয়া হচ্ছে ‘ , বললেন মুখ্যমন্ত্রী ।
একটি নতুন প্রশাসনিক ভবনেরও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী । এছাড়া আবাসিক কোয়ার্টার এবং দেরাদুন পুলিশ লাইনের একটি ব্যারাকেরও শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী । চার ধাম যাত্রায় পুলিশ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই কথাও এই অনুষ্ঠানে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী । এছাড়া মুসৌরী এবং নৈনিতালের মতো রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেও পুলিশ বড় ভূমিকা পালন করে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
রাজ্যের পুলিশকে ‘ স্মার্ট পুলিশ ’ – এ পরিণত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি । তিনি বলেন , ‘ সরকার চায় পুলিশ আরও কড়া এবং স্পর্শকাতর হোক , আরও প্রযুক্তি নির্ভর হোক , আরও বেশি করে সতর্ক থাকুক , আরও বেশি দায়িত্ববান হয়ে কাজ করুক এবং প্রযুক্তিগত দিক থেকে আরও বেশি দক্ষ হয়ে উঠুক ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…