চুরি সামগ্রী সহ আটক ১!
অনলাইন প্রতিনিধি :-নভেম্বর মাসের ১২ তারিখ ধলেশ্বর এলাকার বিপ্লব ভৌমিকের বাড়িতে এক চুরিকান্ড সংঘটিত হয়েছিল। সেই ঘটনার মামলা দায়ের করা হয়েছিল পূর্ব আগরতলা থানায়।এই মামলার তদন্তক্রমে পুলিশ দু’জনকে আটক করতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালালে আরও তিন জনের নাম উঠে আসে।তাদের মধ্যে থেকে ১ জনকে শনিবার রাতে আড়ালিয়া এলাকা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
তার কাছ থেকে ১টি বালা ও কানের দোল উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। তিনি আরও জানান,এই চুরির ঘটনায় একটি গ্যাং জড়িত রয়েছে। এবং অতি শীঘ্রই পুলিশি অভিযানের মাধ্যমে তাদেরকেও জালে তোলা হবে।ইতিপূর্বেও ১২ জনের একটি চোরের গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছিল আগরতলা পূর্ব থানার পুলিশ।