চুরি হয়ে যাওয়া গরু বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে বিএসএফের বাধা!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, খোয়াই।। সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে দুটি গরু চুরি করে নিয়ে গিয়েছিল বাংলাদেশের চোরের দল। সেই চুরি করা গরু বাংলাদেশ থেকে ছিনিয়ে আনার পরও স্থানীয় বি এস এফ ভারতীয় গ্রামবাসীদের কাঁটাতারের বেড়ার এপারে আসতে না দিয়ে উল্টো গেইট বন্ধ করে দেয়। প্রতিবাদে উত্তেজিত গ্রামবাসী সিঙ্গিছড়া এলাকায় রাস্তা অবরোধ করে বসে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেল থেকে সিঙ্গিছড়া সীমান্ত এলাকায় স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে প্রচন্ড বিরোধ বাঁধে বিএসএফের। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনীকে ছুটে যেতে হয় সীমান্তে। ঘটনা বৃহস্পতিবার বিকেলে খোয়াই থানাধীন পশ্চিম সিঙ্গিছড়া পঞ্চায়েতের দ্বীপ জ্বেলে যাই আন্তর্জাতিক সীমান্ত এলাকায়।জানা যায়, এক সপ্তাহ আগে দ্বীপ জ্বেলে যাই পাড়ার জনৈক প্রান্তোষ দত্তের দুটি গরু বাংলাদেশের চোরেরা চুরি করে নিয়ে যায়।
ওই রাতেই বি এস এফ-কে ঘটনা জানানো হয়। কিন্তু বিএসএফ কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি বলে অভিযোগ।বি এস এফের ওপর ভরসা হারিয়ে বৃহস্পতিবার বিকেলে দ্বীপ জ্বেলে যাই গ্রামের মানুষজন এক নং গেট দিয়ে বেড়ার ওপারে গিয়ে চুরি হয়ে যাওয়া গরুগুলো উদ্ধার করে নিয়ে আসে বাংলাদেশ থেকে।কিন্তু কৃষকদের ফিরে আসার সময় বি এস এফ গেইট খুলতে রাজী না হওয়াতে গ্রামের মানুষজন খোয়াই-কমলপুর রাস্তার সিঙ্গিছড়ায় অবরোধ করে । ঘন্টা দুয়েক অবরোধ চলার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বি এস এফের সাথে কথা বললে পরে তারা গেইট খুলে দিতে রাজী হয়। তবে বাংলাদেশ থেকে উদ্ধার করা গরু গুলো বিএসএফ গরুর মালিককে নিয়ে যেতে দেয়নি। বরং তাদের হেফাজতে রেখে দিয়েছে তদন্তের স্বার্থে। আর এই ঘটনা নিয়েও স্থানীয় বিএসএফের উপর চটে লাল গ্রামবাসীরা। যদিও এরপর স্থানীয় পুলিশের অনুরোধে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয় গ্রামবাসীরা।