Categories: দেশ

চুলের দৈর্ঘ্য ৭.৯ ফুট, স্মিতার নাম উঠল গিনেস বুকে!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:-বয়স যখন তার ১৪, সেই থেকে আর চুলে কাঁচি লাগাননি তিনি।এখন বয়স ৪৬ বছর। এখন তার চুলের দৈর্ঘ্য,৭ ফুট ৯ ইঞ্চি।দীর্ঘতম চুলের অধিকারিণী হিসাবে বিশ্ব রেকর্ড গড়লেন উত্তর প্রদেশের স্মিতা শ্রীবাস্তব। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস স্মিতার এই কৃতিত্বকে স্বীকৃতি দিয়েছে সম্প্রতি।ছবিতে গিনেস কর্তৃপক্ষের শংসাপত্র হাতে তাকে দেখা যাচ্ছে।গিনেস কর্তৃপক্ষকে তিনি বলেছেন, ১৪ বছর বয়সের পর থেকে তিনি আর কোনও দিন চুল কাটাননি।আশির দশকে এক দীর্ঘকেশী বলিউড অভিনেত্রীকে দেখে চুল বড় করার অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি।স্মিতা বলেন,‘ভারতীয় সংস্কৃতি অনুযায়ী,দেবীরা ঐতিহ্যগতভাবে দীর্ঘকেশী হয়ে থাকে।আমাদের সমাজে মেয়েদের চুল কাটাকে অলক্ষুণে ভাবা হয়।সুতরাং ভারতে মেয়েরা স্বাভাবিক ভাবে চুল লম্বা করে।আমি বিশ্বাস করি, লম্বা চুল নারীদের সৌন্দর্য বৃদ্ধি করে।”
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী,স্মিতা সাধারণত সপ্তাহে দুই দিন চুল ভালো করে ধুয়ে থাকেন।চুল ধোওয়া, শুকনো, আলাদা করাসহ পুরো প্রক্রিয়া শেষ করতে তার তিন ঘণ্টারও বেশি সময় লাগে।তিনি ৩০ থেকে ৪৫ মিনিট ধরে চুলে শ্যাম্পু করেন।তারপর হাত দিয়ে চুলকে আলাদা করার আগে তোয়ালে বা গামছা দিয়ে চুল শুকিয়ে নেন।এতে তার আরও দুই ঘণ্টার মতো চলে যায়।স্মিতা বলেন, “আমার বিছানায় দাঁড়িয়ে যখন হাত দিয়ে চুলগুলো আলাদা করি, তখন নিচে চাদরজাতীয় কিছু বিছিয়ে দিই।”যখন স্মিতার চুল একেবারে আলাদা হয়ে যায় এবং পুরোপুরি শুকিয়ে যায়, তখন বেণী করা বা চুল বাঁধার আগে তিনি চিরুনি দিয়ে চুল আঁচড়ে নেন।স্মিতা জানান, যখন তিনি খোলাচুলে বাইরে যান, তখন কৌতূহলী লোকজন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে।তার মনে হয়, লোকজন যেন তার চুলের দৈর্ঘ্য দেখে বিশ্বাসই করতে পারছে না।তিনি কীভাবে এত দিন এই চুলের যত্ন নিচ্ছেন,সেটাও তাদের অবাক করে।স্মিতা বলেন, “অনেক সময় মানুষ আমার কাছে আসেন, চুল স্পর্শ করেন, আমার সঙ্গে ছবি তোলেন।তারা আমার চুলের প্রশংসা করে অনেক সময় জানতে চান,আমি চুলে কী ধরনের প্রসাধনী ব্যবহার করি।’ স্মিতার বক্তব্য, ‘আমার লম্বা চুলের অনুপ্রেরণা যদি হন সেই অভিনেত্রী, তবে দ্বিতীয় অনুপ্রেরণা আমার মা।জিনগত ভাবে মায়ের লম্বা চুলের ধাতটাই আমি পেয়েছি।’

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

9 mins ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

19 mins ago

হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!

অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…

31 mins ago

সতর্কতাই বাঞ্ছনীয়!!

নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…

38 mins ago

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

22 hours ago

সাব ইনস্পেক্টর অব এক্সাইজ নিয়োগে, সরকারের নিয়োগনীতি কার্যকর করছে না টিপিএসসি, ক্ষুব্ধ বেকাররা!!

অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…

23 hours ago